![]() |
ওরা : বিমান পাত্র |
দুইজনে মনেপ্রাণে পসরায় বসি
দিনান্তের শেষভাগে মিলাইয়া রাশি
তীব্র কৌতূহলে।
আজিকার মূল্য কিছু গতকাল হতে
ক্ষয় হয় নিত্য তার বেচিতে বেচিতে
নিষ্ঠুর কবলে।
উত্তর মিলে না তার সরল অন্তরে
বিক্রি যত বাড়ে ঋণ বাড়ে তরতরে
হিসেবের গোলে।
উদার হৃদয় তাই চিন্তাহীন মন
বাঁধিবারে পারে নাই স্বার্থের বন্ধন
বাসনার জালে।
বেদনার শতকথা নিমিষেতে কয়
হতাশার আঁধারের নেই পরিচয়
দ্বিধাহীন মনোবলে।
সংসারের সব দায় এক এক করে
মিটায়েছে,আপনার চাহিদার তুচ্ছ জ্ঞান/ করে
কঠিন কৌশলে।
আপনার আনন্দের সব দীপগুলি
জ্বালাইয়া কারো তরে রেখে যাবে চলি
বিদায়ের কালে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন