![]() |
ইচ্ছা : তিথি সরকার |
ফিরে এসেছো কেন? চলে যাও
চলে যাবে এমনই তো কথা হয়েছিল।
আমি বলছি.... -
চলে গেলে আর ফেরা যাবে না,
যাবার আগে শুনে যাও -.....
খুব ইচ্ছেছিল মধ্যরাতে তোমার চেনা শহরে আমার অচেনা শহরে
দুজনে হাতে হাত ধরে ঘুরবো।
খুব ইচ্ছে ছিল একটা রাত তোমার সাথে গল্প করে কাটাবো ।
ইচ্ছে ছিল প্রতিটি সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখবো।
প্রবৃত্তি ছিল পুজোর সময় ঘুড়ি ওড়া প্রতিযোগিতায় তুমি -আমি প্রতিদ্বন্দ্বি না সাথী হবো।
আরও একটি ইচ্ছে ছিল -....
একটি কাফিনে দুজনে সমাধিস্থ হবো।
সব আকাঙ্খা পুরণ হয় না, হতে নেই, আমি জানি।
দাড়িয়ে আছো কেন? চলে যাও......
আমি মাটির সাড়ে তিন হাত নীচে গেলেও বলবো -
চলে গেলে আর ফেরা যাবে না।
পৃথিবীটা গোল সবাই জানে,
এখানে প্রতিনিয়ত দানব জন্মে,
ঈশ্বরও আছে,
যাও খুঁজে নাও দানবের মাঝে ঈশ্বরকে।
1 Comments:
এতো সহজ ভাবে, কত জটিল কথা !!!!!
আমিও যদি পারতাম, তবে লিখতাম হয়তো..... পুষ্পজিৎ পতি
একটি মন্তব্য পোস্ট করুন