বাউল বেসে : পুষ্পজিৎ পতি

বাউল বেসে : পুষ্পজিৎ পতি
বাউল বেসে : পুষ্পজিৎ পতি

গ্রামের রাস্তার বাঁক ধরে
হাটছে বাউল,
হাতে নেই একতারা.
এখন তার চল তেমন একটা নেই.
সে একদিন ছিলো বটে,
জাঁকিয়ে আসর বসতো,
সারারাত শীতমুড়ি দিয়ে
জ্বলত হ্যাজাক লাইট, সঙ্গে
লালন ফকির কিংবা দেহতত্ত্ব.
এখন জীবনমুখী চাটুকারিতা
আর সস্তা সুরে আসর
কাঁপে.
বাউলের দিন শেষ হল বলে.
বাউল হাঁটছে,
রাস্তার মোড়ে এসে থমকে দাঁড়ায়
পথ শিশুর ব্যঙ্গে.
আসলে একতারা গেলেও
পোশাকটা থেকে গেছে,
মন বাউলের গায়ে.
আর আপন করা সুরে অজান্তেই,
গেয়ে ওঠে....
'ভোলা মন রে আমার'
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.