![]() |
প্ল্যাটফর্মের সেই মেয়ে টা : আরতি ধর |
পিতা-----
নয় সে জন্মদাতা
তবুও সে পিতা!
নেই সঠিক পরিচয়
ফুটপাতে ফেলে যাওয়া অবাঞ্ছিত সে.
দুটো অশক্ত অসমর্থ হাতে
উঠিয়ে নিয়ে আসে সে
লালন পালন
বাসস্থান প্ল্যাটফর্ম
পাতানো সম্পর্ক অটুট হয়
এতদিন যে পিতা নিয়েছিলেন কন্যার দায়ভার
আজ সে নিজেই কন্যার কাছে চায় একমুঠো খাবার!
কিশোরী ,সদ্য পা যৌবনে
বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে
খাবার পায়, তবে নিজেকে খোয়ায়,,,,,,
ফিরে আসে
পিতা ততক্ষণে
অনেক দূরে
ওপারে,,,,
কাঁদে না
কান্না বুঝি পথ পায় না
দিন যায়,,,,
শরীরের আসে পরিবর্তন
একদিন আসে সেই ক্ষণ
যন্ত্রনা, রক্তে র বন্যা
ছোট্ট শিশুর কান্না
হয়ে গেল মা,,,,
শীর্ণ ক্লিষ্ট হাতে ছুঁয়ে দেখা
নিজের রক্ত মাংস থেকে সৃষ্ট
খেতে চায় শিশু
একি! সদ্য প্রসুতির বুকে যে
অকাল খরা!!!
প্ল্যাটফর্ম এ আলো
বাকিটুকু আঁধার
হাতছানি আবার
এক মুহূর্ত থেমে
একটু ভেবে
এবার সময় এসেছে যে বদলা নেবার,,,,
ছেড়া কাপড়ে সদ্যোজাত
বালিশ প্ল্যাটফর্ম এর দেয়াল
ধীরে পায়ে এগিয়ে
পাতে হাত,,,
আগে হাজিরা টা
নইলে চাই পিতার পরিচয় টা
ভেবে দেখো
সস্তা লাগছে কোনটা ?
শিকারী ও কাঁপে
চোখের সামনে দেখছে সে কাকে?
প্ল্যাটফর্ম এর সেই ছোট্ট মেয়ে টা
নাকি নারী রুপি স্বয়ং মহামায়া!
এখনই দেহ থেকে করে দেবে ভিন্ন মুন্ড টা!
হাতে দুধের গ্লাস
মুখে বিজয়ের উল্লাস
ফিরে আসে,,,
বাঁচবে-বাঁচাবে
প্রতিশোধ নেবে
লাল টুকটুকে ঠোঁটে
দুধের ফোঁটা
চুক-চুক করে চোষে বাচ্চা টা
যেন মনে মনে বলে
"ভেবো না মা, বড় হয়ে
আমি নিজেই ছিনিয়ে নেবো
পিতার পরিচয় টা,,,,,,,
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন