চিঠি তোমায় ভাসিয়ে দিলাম মন-কেমনের জলে : সোনালী মুখার্জী

চিঠি তোমায় ভাসিয়ে দিলাম মন-কেমনের জলে : সোনালী মুখার্জী
চিঠি তোমায় ভাসিয়ে দিলাম মন-কেমনের জলে : সোনালী মুখার্জী

আজ প্রথম তোকে আমি চিঠি লিখছি সোম ..আসলে তুই এতো কাছে থাকিস আমার ..যে  তোকে নতুন করে চিঠি লেখার প্রয়োজন ই পড়ে নি কখনো ?!আমার ভালোবাসার বেড়াজাল টপকে কখনো তোকে বাইরে আসতেই দিই নি ??আমার মনের গ্রন্থিতে গ্রন্থিতে তোর নিঃস্বাস ..বুকের চাদরে তোর ভদ্রস্পর্শ ..তোর ঠোঁটের আকুল আহ্বান আমায় ব্যাকুল করে তুলতো ..তোকে কারোর সাথে ভাগ করে নিতে হবে ...এটা তো আমি ভাবতেই পারিনি ..
মনে পড়ে সোম ?ফেসবুক এ প্রথম আলাপ আমাদের ..কত গল্প ..কত কথায় দেখতে দেখতে সময় কাটতে থাকে ..হঠাৎ বললি একদিন ..চল ..দেখা করি ..বুকের ভিতর দামামা ..একটা ভয় ..কি বলবো ..প্রথম  দেখাতে ..ওর ভালো লাগবে তো ?যদিও দুজনে দুজনকে দেখেছিলাম ..ভিডিও  কলে ..
এলি তুই ..আমি ভাঙা পাঁচিলের এপার থেকে তোকে প্রথম দেখলাম ...প্রথম দেখেছিলাম তোর চোখদুটো ..পাগল হয়ে গেছিলাম ..জানিস ??
সেদিন তোর চোখেই আমি আমার সর্বনাশ টের পেয়েছিলাম ..নিজেকে বোধয় সেদিন ই হারিয়ে ফেলেছিলাম ..সমস্ত সত্তা বিসর্জন দিয়েছিলাম তোর ভালোবাসার স্রোতে ..তেত্রিশ বসন্ত পার করে  আসা এই আমি ..তোর ভালোবাসায় ভরা নৌকোটায় গা ভাসিয়ে দিলাম ..
দেখতে দেখতে আমাদের ঝগড়া  মান অভিমান ইগো সব যেন ভালোবাসার থেকে বেশি প্রকট হয়ে গেলো ..আমার একটু দেরি হলেই ..বা কোনো কাজে ব্যাস্ত হয়ে গেলেই ..তোর রাগ হয়ে যেত ..তোকে মানাতে আমি ক্লান্ত হয়ে যেতাম ..আমি কষ্ট পেলে ..কাঁদলে তুই আরো কষ্ট দিতিস আমায় ..মনে আছে সোম ??বলতিস সব নাকি আমার ন্যাকামি .. পরে ভয়ে তে তোকে সব কথা জানাতাম না ..কারণ তাতেও তুই আমাকেই দোষ দিতিস ..দেখতে দেখতে আমাদের ভালোবাসা টা যেন কেমন একটা মন্দবাসা আখ্যানের মতো হয়ে গেলো ..প্রত্যেকটা দিনের চোখের জলের হিসাব তুই রাখিস নি কখনো ..আমি কি খুব খারাপ মেয়ে ??কেন রে ??আমাকে ভালোবাসা গেলো না ??

তবে আমি এটাও জানি সত্যি যদি আমায় কেউ কখনো এত টুকুও ভালোবেসে থাকে ..সেটা শুধু তুই ..কারণ আমার যেকোনো দরকারে সবার আগে তুই এগিয়ে এসেছিস বার বার ..সাহস দিয়েছিস ..তোর জন্য আমার গর্ব হতো ..মনে হতো এই তো আমার প্রাণের আরাম ..এই তো আমার ভালোবাসায় বিছানো এক আকাশ জ্যোস্না ..কিন্তু সব চুরমার করে তুই হঠাৎ চলে গেলি...ছলে গেলি আমায় ..আমার বিশ্বাস ভালোবাসা ..সব পুড়িয়ে দিয়ে মনের ঘর থেকে বেড়িয়ে আকাশের দিকে হাত বাড়ালি তুই ..আমার তোকে নিয়ে দেখা স্বপ্ন গুলো ..সৃষ্টি হবার আগেই যে শুকিয়ে ঝড়ে পড়লো ..এসব খবর তুই রাখলি না সোম ..আমার ভাঙা স্বপ্নের ওপর দিয়ে তুই  চলে গেলি অন্যের মনের ঘরে বাসা বাঁধতে ..আর আমি তো তোর ফেলে যাওয়া স্বপ্ন কুড়োতেই ব্যাস্ত ..সোম ???আর যে কারো আমার মনের ঘরে আসা বারণ সোম ??
.মন  কেমনের পাহাড় টা কে জোর করে ঠেলে বাইরে পাঠালাম ..বন্দী করলাম তোর ভালোবাসার স্মৃতি তে ঘেরা অবুঝ মনটাকে মনের ঘরে ..মনের দরজাটা বন্ধ করে দিলাম বহু কষ্টে ..

আজ আমি একাকী ...নিজেকে শুধু নিজেই নিয়ে থাকি ..
 . . . . . . . . আমি যে প্রকৃতি ..
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.