![]() |
তুমি চাইলেই আসবো কেন : ননীগোপাল মিশ্র |
তুমি চাইলেই আসবো কেন?
কখনো কি ডেকেছো আপন করে ...
বৈশাখী দুপুরে কিম্বা ফাগুনের মেলায়
কখনো কি খেলেছো ছেলে বেলা
যেমন করে আমায় ডাকে
সবুজ শস্য ভরা মাঠে
চাঁদনী রাতে শিলাবতীর ঘাট
কিম্বা মুকুট মণিপুর,
অযোধ্যা পাহাড়, অচিনপুর।
তুমি ডাকলেই আসবো কেন?
কখনো কি ডেকেছো আপন করে
যেমন করে পদ্ম কলিফুটে
চাঁদের কিরণ পেলে
কামিনী ফুল সুরভি ছড়ায়
নিশুতি রাতে পাপড়ি মেলে।
যেমন করে মাঝি মাল্লা
গায় ভাটিয়ালি বাউল
ভোরের শিশির ভেজা
ঘাসের উপর লুটায় শিউলি ফুল।
কখনো কি একান্ত সংগোপনে
ভেবেছো আমার কথা
যেমন করে বসন্ত কোকিল
শুনায় প্রেমের কথা।
তুমি চাইলেই আসবো কেন?
কখনো কি ডেকেছো আপন করে
বেসেছো কি ভালো হৃদয় ভরে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন