তাইতো : পিনাকী চৌধুরী

তাইতো : পিনাকী চৌধুরী 
তাইতো : পিনাকী চৌধুরী 

 আরে বাবা ! এটা একবিংশ শতাব্দীর চরম ব্যস্ততার যুগ ! এখন আপনার আমার সময় পাওয়ার সময়টুকুও নেই ! আর সেই কারণেই আজ আপনি আমি অনেকটা জলের আকার ধারণ করে পার পেতে চাই ! হ্যাঁ, জল যখন যে পাত্রে রাখা হয়, তখন সেই পাত্রের আকার ধারণ করে ! শুধুমাত্র রাজনীতির অঙ্গনেই নয়, সমাজের সর্বস্তরে, কি পরিবারে, কি পাড়ার রকে, অথবা কর্মস্থলে যদি আপনি বা আমি প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে পরিগণিত হই, তাহলেই সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে ! 

বলা ভাল, ' তাহলেই ' টার্গেট' হয়ে যাই ! আর সম্ভবতঃ সেই কারণেই আজ আমরা গলায় গলা মিলিয়ে বলি " তাইতো"! তাহলেই যেন সাত খুন মাফ! যদি কোনও বিশিষ্ট ব্যক্তি আপনাকে বা আমাকে বলেন যে " সূর্য পশ্চিম দিকে উদিত হয় ", তাহলে আপনার আমার করণীয় হল , সেই কথাটিকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সমর্থন জানানো ! আরে বাবা, যুগটাই এখন এরকম পড়েছে ! আর যদি সেই কথাটির ভুল ধরিয়ে দিয়ে প্রতিবাদ করে বসি, তাহলেই যেন বিড়ম্বনার একশেষ ! 

অনেক লাঞ্ছনা, গঞ্জনা সইতে হবে আমাদের ! হ্যাঁ, সমাজের সর্বস্তরেই আজ এই চিত্রটি দেখা যায় ! বিশিষ্ট কিছু ব্যক্তির ধামাধরা কিছু পেটোয়া লোক আছেন, যাঁরা কিনা  বিশিষ্ট সেই মানুষটির আশেপাশে সর্বক্ষণ থাকেন , এবং অবশ্যই মিথ্যাচারকে প্রশ্রয় দিয়ে স্মিত হেসে ঘাড় নেড়ে চরম মিথ্যাচারকে প্রকারান্তরে সমর্থন করেন ! আসলে পুরোটাই একশ্রেণীর পরান্নভোজী মানুষের গিমিক ! হ্যাঁ, খোঁজ নিয়ে দেখুন, তাঁদের স্বার্থ জড়িত !  আর আজ আমরা অনেকেই বিবেক বুদ্ধি হাটে বাজারে গিয়ে বিক্রি করে সাদাকে কালো এবং অবশ্যই কালোকে সাদা বলে পার পেতে চাই ! 

স্বার্থ, স্বার্থ এবং অবশ্যই চূড়ান্ত স্বার্থের তাগিদেই ! মনে আছে আপনাদের, ' উলঙ্গ রাজা' কবিতার সেই স্পষ্ট বাক্ নির্ভিক শিশুটির কথা, যে কিনা প্রকাশ্যেই উর্দ্ধে মাথা তুলে বলেছিল " রাজা তোর কাপড় কোথায় ?" কিন্তু না, আজও আমরা সেই অর্থে হয়তো প্রতিবাদী নই,  কি কর্মস্থল, অথবা কি পাড়ার রক, পরোক্ষভাবে আমরা অনেকেই আজ অন্যায় অবিচারকেই প্রকারান্তরে সমর্থন করে বসি , বলা ভাল দায় এড়িয়ে চলি ! হ্যাঁ , আমরা নির্বিরোধী বাঙালি জাতি  আজও সমস্বরে বলি " তাইতো"!
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.