![]() |
মরু তৃষ্ণা : ননী গোপাল মিশ্র |
মরু তৃষ্ণার পিছনে ছুটছি
সেই আদিকাল থেকে.....
কখনো দেয়নি ধরা
সহ্যের তৃষ্ণা;
বিতৃষ্ণার মরুভূমিতে আমি বড়ো একা।
মরীচিকা হয়ে দেখাও
তুমি মায়াবী পথ,
শুকনো বালিয়াড়িতে
নিষ্ফল আবেদন...
আমার ভালো বাসা
শুধু ভুলে ভরা আশ্বাস!
রহস্যের শয্যায় শায়িত পৃথিবী,
স্বার্থের চাদর ছেড়ে
আসবে কি কখনো ফিরে
এই আকাশ তলে তুমি?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন