![]() |
সুখ ও দুঃখ : নৃপেন্দ্রনাথ মহন্ত |
দুহাতে কোলে নাচাবে বলে
রানীরা নাকি বেড়াল পোষে
কেউ তো শুনি দুঃখ পোষে
সুখের দিনে অসন্তোষে।
সুখপাখি যেসব মানুষ
চাঁঁদসুতোয় সেলাই করা
তাদের খাতায় মেঘ জমে
পাতায় পাতায় বৃষ্টি ঝরা।
ফুল ফোটে তো ভাত ফোটে না
রূপসীদের বেড়ার ঘরে
চাঁদবুড়ির কাটা সুতোয়
ওদের কারা সেলাই করে।
সুখদুঃখের এসব কথা
নিয়ে যেসব কাব্যি লেখা
তাদের নাকি মান জোটেনা
মন্দ তাদের ভাগ্যরেখা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন