সভ্যতার দরবারে অসভ্যদের আর্জি : সোনালী মুখার্জী |
আজ একটু আমাদের দিকে তাকাও ..
তোমরা তো মানুষ ..
পৃথিবীর মধ্যে নাকি সবথেকে উঁচু আসন টা তোমাদের ??মানুষদের ??
তবে আমাদের এমন ধ্বংসের পথে
ঠেলে দিচ্ছ কেন ??
আমাদের বাঁচাও না তোমরা ??
আমাদের শান্তির নীড় যে
তছনছ হয়ে গেলো ..
আমরা যে পুড়ছি ...
তোমরা কি দেখতে পাচ্ছ না ??
আমাদের সন্তানদের হাহাকার ..
আমাদের কান্না ..কিছুই কি
তোমাদের মনকে নাড়া দিচ্ছে না ??
ওগো ..আজ তো আমরা ধ্বংস হচ্ছি ..
আর তোমরা ??তোমরাও যে ধ্বংসের ই হাত ধরেছো ..বুঝতে পারছো না ??
পৃথিবীর ফুসফুস পুড়ছে ...
তোমাদের আমাদের অক্সিজেন ..
শেষ হয়ে যাচ্ছে ..
দাউদাউ করে আগুনের লেলিহান শিখা
সব ছাই করে দিচ্ছে যে ...
রানু মন্ডল কে নিয়ে ভাইরাল কদিন পরে কোরো ??
এখন আমাদের কিভাবে বাঁচাবে
একটু ভাবো না ??
আমাদের একটু পথ করে দাও না ..বাঁচার ??
আমরা যে বাঁচতে চাই ...
আমরাও বাঁচতে চা . চা . চা . . ই . ই . ই
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন