![]() |
তর্পণ : মিঠুন রায় |
মেঘবতীর মতো কুয়াশাচ্ছন্ন শীতে আমিও স্নান করি,
তর্পণ করি পিতৃপুরুষের উদ্দেশে।
অব্যক্ত যন্ত্রণায় আচ্ছন্ন পান করি তরল সুধা,
প্রেমে ভাসি রূপ -রস-ভরা যৌবন সঙ্গতে।
যে যৌবন নত আজ কামধনু বার্ধক্যের কাছে।
তারও সঙ্গে খোলস পাল্টায় নাগকেশরী,
জঠরের ভেতর কেঁপে ওঠে রক্তবীজ।
নতুন সূর্যোদয়ের প্রত্যাশায় তাকিয়ে আছে প্রকৃতির গুমোট মুখের দিকে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন