![]() |
ফাঁদ : পুষ্পজিৎ পতি |
ফাঁদ পেতে ইঁদুর ধরার মতো,
সম্পর্ক গুলো বিছিয়ে শুন্য চোখে তাকিয়ে থাকা, ভাবহীন মৃত গোচরে.
ধার করা ধারাপাত সহভাগী নিয়ম মানেনা.
তখন স্মৃতি খুঁচিয়ে নিয়ে যায় একযুগ পিছনে...
চোখের সামনে ভেসে ওঠে নিয়ম না মানা আবেগে মন মন খেলা,
আর বৃন্দাবনে বাঘের গল্প.
স্নানের ঘাটে গোপিনীর বস্ত্রচুরির সুযোগে কচি ডুমুরের কলি ভাঙার নেশা,
অথবা মড়া সেজে ভালুক ঠকানোর গল্প,
অথবা, কখনো শেয়াল বেসে সারস আমন্ত্রণ.
বোধোদয়ের মুখস্ত বিদ্যার জারিজুরি পরিমিতি পরিমিত সাধন কক্ষে আঁশটে গন্ধ নিয়ে সভ্য হয়ে ওঠা আমার ইহকাল, তার গল্প.
আদিম সত্তার তেতোস্বাদ নিয়ে চোখ বন্ধ করি ঝালের আস্বাদনে...
তখনও আমি ফাঁদ পেতে অপেক্ষা করি সে আসবে, আসবেই....
এবং ধরা দেবে কঠিন আর্তনাদে.
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন