![]() |
বিপ্লব গোস্বামী |
কাল এসেছিলে তুমি স্বপ্ন বাসরে
নিঝুম রাতে,চলেগেলে নিঠুর প্রভাতে।
তুমি এসেছিলে মনোহর বসনে
করেছিলে প্রেম আলাপন।
দেখিতে দেখিতে ফোরালো বেলা
আসিলো নিঠুর বিদায় পালা।
চোখের পলকে গহীন ঝলকে
উদয় হইলো রবি,আলোর ছবি।
বিরহ যাতনা মনেতে রেখে
প্রেয়সী বিদায় নিলো হেসে হেসে।
স্বপ্ন কথন অমূল্য রতন
করিয়া যতন লিখেছি আমি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন