![]() |
রতন বসাক |
এই বিশ্বব্রহ্মাণ্ডে একমাত্র পৃথিবীতেই প্রাণের দেখা পাওয়া যায় । এখানে সচল ও অচল এবং সবাক ও নির্বাক দু ধরনের জীব বাস করে । আমাদের এই পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর । কোথাও জলাভূমি তো কোথাও স্থলভূমি । কোথাও সমতলভূমি তো কোথাও পাহাড়ি এলাকা । কোথাও বনজঙ্গলে ঘেরা তো কোথাও মরুভূমিতে বিস্তীর্ণ এলাকা ।
আমাদের এই পৃথিবীতে প্রকৃতির প্রভাব অসীম । এইখানে ছয় রকমের ঋতুর পরিবর্তন হতে থাকে সারা বছর ধরে । তাই কখনো ঠান্ডা তো কখনো গরম আবার কখনো বৃষ্টিপাতে ভরে যায় তো কখনো শুষ্কতায় কাটে দিন । কখনও মৃদুমন্দ হওয়ায় বেশ ভালো লাগে তো কখনো আবার ঝড়ে জীবন বিপর্যস্ত হয়ে পড়ে । সবই এই প্রকৃতির অংশ ।
প্রতি বছর মাঝে মাঝেই আমাদের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় । ঠান্ডার সময় এত শীত পড়ে যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে । ঘন কুয়াশার চাদরে চারিদিকে ঢেকে যায় আর জীবন বিপর্যস্ত হয় । বিশেষ করে দরীদ্র শ্রেণীর মানুষের ভীষণ কষ্টের সম্মুখীন করতে হয় । আবার বর্ষার সময় অত্যধিক বৃষ্টিপাতের ফলে, চারিদিকে বন্যায় বয়ে যায় । মানুষ, জীবজন্তু ও ফসলের প্রচুর ক্ষতি হয় এতে ।
আবার গ্রীষ্মের সময় পুকুর, খাল, বিল, নদী, নালা সব শুকিয়ে যায় । জলের জন্য মানুষ ও প্রাণীদের জীবন ত্রাহি ত্রাহি করে । অত্যধিক গরমে আবার প্রাণহানীও হয়ে থাকে । আর এই অত্যধিক গরমের সময়ই হয়ে থাকে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ সেটা হলো ' ঝড় ' । প্রচন্ড শক্তিশালী ঝড়ের গতিবেগের কাছে ঘর, বাড়ি, বড়-বড় গাছ সবভেঙে চুরমার হয়ে যায় । এমনকি এই সময়ে অনেক প্রাণীর মৃত্যুও হয়ে থাকে ।
প্রাকৃতিক দুর্যোগ হলো একটা স্বাভাবিক ঘটনা । আগে এইসব দুর্যোগের জন্য অনেক-অনেক ক্ষতির সম্মুখীন হতে হতো মানুষকে । আজকের যুগে বিজ্ঞানের আবিষ্কারের ফলে আমরা সেই প্রাকৃতিক দুর্যোগকে অনেক আগে থেকেই জানতে পারি । কোথায়, কখন আসবে ; সেটাও জানা যায় । তাই সেই দুর্যোগের জন্য এখন অনেক-অনেক ক্ষতি কম হয়ে থাকে । আগে থেকে জানা থাকে বলেই আমরা তার জন্য প্রিকুয়েশন যথেষ্ট নিয়ে থাকি ।
আজকাল আবার এইসব বড় আকারের ঝড়গুলোকে বিভিন্ন দেশ নাম দিয়ে থাকে তার পরিচিতি জানার জন্য ভবিষ্যতে । এইতো কিছুদিন আগে বাংলাদেশের দেওয়া নাম ' ফণী ' নামক ঝড় আমরা দেখতে পেলাম । পরবর্তী যে ঝড়টা আসবে তার নাম ভারত দিয়েছে ' বায়ু ' ।
তবে এসব দুর্যোগের জন্য অযথা গুজব না ছড়িয়ে ; বিভিন্ন মিডিয়ার দিকে আমরা নজর রাখলে অনেক কিছু জানতে পারি এবং তার ক্ষতির সম্ভাবনা অনেক কম হয় ।
সবশেষে বলবো এইসব দুর্যোগকে আমাদের মেনে নিতে হবে । কেননা এগুলোকে আমরা সৃষ্টিও করতে পারি না এবং তাকে থামাতেও পারিনা । আজকের যুগে প্রাকৃতিক দুর্যোগগুলো কবে ?কোথায় ? কখন আসবে ? তা আগের থেকে জানতে পারি বলে, আমরা তার জন্য প্রস্তুত থাকি । এতে ভয় পাওয়ার কিছুই নেই, শুধু শক্ত হাতে মোকাবিলা করতে হবে আমাদের । যাকে আমাদের মেনে নিতেই হবে, তার জন্য অহেতুক ভয় পেয়ে দুর্বল হলে চলবে না । অ্যাডভান্স প্রিকুয়েশন নিয়ে কনফিডেন্সের সাথে তার সামনা করাই শ্রেয় ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন