![]() |
কিশলয় গুপ্ত |
মন ভালো নেই-গুমোট মেঘ আকাশে
একটা করে দিন যায় আর মনে ভাসে
আগষ্টের তেরো তারিখ আমার বন্ধুরা
আনন্দে কাটাতে চায়...
সকাল সকাল মা আশীর্বাদ করেন
ওই একটি দিন নিজেকে কেউকেটা
মনে হয়-জন্মটা দুর্ঘটনা নয় একটুও
এদিকে আড়ালে বয়স বেড়েই চলে
কেউ বলেন কবি'র বয়স বাড়ে না-
নিজেকে প্রশ্ন করি-"আমি কবি?"
কে জানে..আমার তো মনে হয়
এই তেরো তারিখ না এলেই ভালো হত
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন