![]() |
সম্পর্ক : বিপ্লব পাল |
খুলে ফেলেছি মায়া মুখোশ
অরক্ষিত ছায়াশোকে রেখেছি তোমার অন্তরিন যাতনা
শব্দমুখোর সংলাপ
তুমি যতি চিহ্নে কুড়িয়ে নিয়েছ বহুতল ঝিনুক
গোপন চুমুতে ভষ্মীভূত করো ব্রহ্মকমল
আলোতে বাজে কিংবদন্তী রাগ, জ্যোৎস্না আঁচলে
ফুল বিছানায় পরিযায়ী
ভেসে আসে নাভিগন্ধ
বন্দিশ আদরে বৃষ্টি নামে
নির্মোক শোকের আচ্ছাদনে ভেসে যায় যাবতীয় পুরুষচিহ্ন
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন