জাগো মহামানব : বিপ্লব গোস্বামী

জাগো মহামানব :  বিপ্লব গোস্বামী
জাগো মহামানব :  বিপ্লব গোস্বামী

দয়াহীন মায়াহীন মনুষ‍্যত্বহীন এ ভবে
শান্তি দয়া মানবতার বাণী নিয়ে ,
হে মহা মানব তুমি আসিবে কবে ?
চারিদিকে আজ অধর্ম অন‍্যায় অবিচার
সাম‍্যের বাণী নিয়ে হে অগ্ৰ পথিক ,
এসো এ সমাজ মাঝে করো মানব ধর্ম প্রচার।
বঞ্চিত সমাজ মাঝে হে পতিহারী
বিলাও ন‍্যায় মন্ত্র , গুছাও লাঞ্ছনা ,
রচ নতুন বিশ্ব নীর্ভিক পদচারী।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.