তোর ভরসাতে বেঁচে থাকা : স্বরূপ সরকার

স্বরূপ সরকার
 তোর ভরসাতে বেঁচে থাকা

 হয়না দেখা face-to-face     
বলো তাতে কী                      
বন্ধু আমরা Facebook-এ
নেই আর কোনো আপশোসই
তাই চুপিচুপি দেখে ফেলি
তোমার update-টি

Whatsapp-এ করো status seen
তবু message রয়ে যায় reply-হীন
Virtual-এ দুনিয়া বড়ই রঙিন
এখানে সবাই মানব-machine
বাসে ভালো প্রতিদিন
তবে হৃদয় থেকেও
তারা বড্ড বেশী হৃদয়হীন

জানি তুমি আমি বন্ধু না
আসলে সবই ছলনা
মানি আমরা আজও বন্ধু না
সবই মিথ্যে কল্পনা
সত্যি কোনো গল্প না
হলে হতো মন্দ না

তবু কখনো যদি হয়ে যায় দেখা
কোনো এক অচেনা ভিড়ে
একটু দাড়িয়ে মিলিয়ো হাত আমার হাতে
তখন যদি থাকে কেউ তোমার সাথে
তবুও তুমি আলতো হেসো আমায় দেখে

জানি না কখন কোথায় কবে
তোমার সঙ্গে দেখা হবে
দুচোঁখ আজও জেগে আছে প্রতি নিশ্বাসে
একদিন দেখা হবেই হবে এই বিশ্বাসে
তবে কেন সত্যি মন ভাঙে
বারেবারে অকারণে মিথ্যে আশ্বাসে

আজ সে গল্প ফুড়িয়ে গেছে
তবু যদি একটু যাই পিছিয়ে
তবে কী খুব দোষ হবে?
হলে হোক তাতেই বা ক্ষতি কী
আমি যে চিরকালই দোষী

যদি তুমি হও রাজি
তবে তোমায় নিয়ে দেবো পাড়ি
আমার সেই গল্পের দেশে
মনে আজও আশা আছে
বুঝবে তুমি সবটা নিজে
এই গল্পের শেষে
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.