![]() |
রানা হেনা |
এই ব্যস্ত শহরের ব্যস্ততার স্রোতে নিজেকে
ভাসিয়ে দেবো আলগোছে।
তারপর?
তারপরে আলতো করে ছুঁয়ে বিদায় নেবো।
তুমিও হয়তো জানবে কোনদিন যে,
আমি বিদায় নিয়েছিলাম কোন এক বসন্তের সকালে
বা ফাগুনের বিকালে ।
তোমার জানাতে বড়বেশি গোলমাল থাকে।
তাই বুঝতে পারো দেরিতে।
ক্ষুধিত আত্মারা তো আর তোমার জন্য বসে থাকবে না।
তারা এতক্ষনে ভক্ষন শুরু করে দিয়েছে ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন