 |
গোবিন্দ ধরের সংক্ষিপ্ত জীবন রচনা ও সম্মান পুরস্কার : রুদ্রাসাগর কুন্ডু |
গোবিন্দ ধরের সংক্ষিপ্ত জীবন রচনা ও সম্মান পুরস্কার : রুদ্রাসাগর কুন্ডু
ছাত্র অবস্থায় নীরিহ প্রকৃতির ছিলেন গোবিন্দ ধর। কথা বলতেন মৃদু স্বরে। ১৯৯০ সালে বাবার মৃত্যুর কারণে তিনি লেখাপড়া চালাতে পারেননি। পরে দ্বাদশমান অব্দি তিনি পড়েন।
রাতাছড়ার দিনগুলোতে যাত্রা ও সাংস্কৃতিক জগতে অন্যমাত্রা আনেন তিনি। বাবাকে সহযোগিতা করতে গিয়ে দিনমজুর খেটেছেন। কৃষিকাজেও গোবিন্দ ধর নিরলস পরিশ্রম করতে পারেন। চাষ করেন ধান, সবজী ফলান বাড়ির আনাচে কানাচে। সিজনের সবরকম সবজী ফলাতেন। তাদের পরিবারে প্রয়োজন মিটতো সেই ফসলে।
শ্রোত পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে এক বিশেষ জায়গা করে নেন গোবিন্দ ধর।
গোবিন্দ ধর
পিতা:-- দক্ষিণা রঞ্জন ধর
মাতা:-- সুষমারাণী ধর
জন্ম: -- ৩০শে জুলাই ১৯৭১
জন্মস্থান :অফিশটিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
স্কুল:রাতাছড়া দ্বাদশশ্রেণি বিদ্যালয়।বর্তমান হাজিবাড়ি দ্বাদশশ্রেণি বিদ্যালয়।
পেশা:শিক্ষকতা।
প্রথম শিক্ষক জীবন:উত্তর রাতাছড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়:১৯৯১।
প্রথম প্রকাশিত রচনা:১৯৯১
প্রথম বই:জলঘর:২০০৭(কবিতা সংকলন)।
ছদ্মনাম:চৈতন্য ফকির
সম্পাদিত কাগজ:
স্রোত
কবিতাঘর
কুসুম
বাংলাভাষা
বইবাড়ি
অন্যপাঠ
উৎসব সমাচার
ভাষাচর্চা সহ আরো অনেক
কবিতা সংকলন:
(১)জলঘর
(২)সূর্যসেন লেন
(৩)দ্রোহববীজ পুঁতে রাখি,একা
(৪)মনসুনমাছি
(৫)শ্রীচরণেষু বাবা
(৬)আনোয়ারা নামের মেয়েটি
(৭)দেওনদীসমগ্র
(৮)আষাঢ়ের দিনলিপি
যৌথ কবিতা সংকলন:
(১)মেঘ বৃষ্টি রোদ
(২)গোপন জোছনা
(৩)তামাদি হয়নি যে ভালোবাসা
(৪)কখনো পাহাড় কখনো নদী
(৫)এই সময়ের বত্রিশ জন কবির কবিতা
(৬)আঞ্চলিক ভাষার কবিতা
(৭)শেখড়ের ধ্বনি
(৮)কবিতা :২০০১/২০০২/২০০৩/২০০৯/২০১০
(৯)সমকালীন পনেরজন কবির কবিতা
(১০)ত্রিপুরার আবৃত্তির কবিতা
আবৃত্তির অডিও সিডি:
(১)দ্রোহবীজ:২০১৭
(২)আত্মদ্রোহ:২০১৭
(৩)শ্রীচরণেষু:২০১৭
ছড়া সংকলন:
(১)থইথই ছড়া
(২)তোমার উনিশ আমার একুশ
যৌথ ছড়া সংকলন
(১)এই শতাব্দীর ছড়া
প্রবন্ধ ও গবেষণা:
(১)শ্রীহট্টীয় লৌকিক সংস্কৃতি ও শব্দকোষ
(২)আত্মক্ষর
(৩)ত্রিপুরার লিটল ম্যাগাজিন
(৪)ত্রিপুরার সাহিত্যকোষ
(৫)ত্রিপুরার লেখক অভিধান
(৬)কুমারঘাটের ইতিবৃত্ত ও তথ্যপুঞ্জী
(৭)কুমারঘাটেরর স্থান নাম
(৮)ত্রিপুরার লিটল ম্যাগাজিন শিশুসাহিত্য ও অন্যান্য
(৯)আলোকিত বিজয় রায়
সম্মান ও পুরস্কার:
(১)কুমারঘাট নগর পঞ্চায়েত:২০০১
(১)অণির্বান দেশবার্তা:২০১০
(২)উত্তরণ :২০১২
(৩)প্রাণেরকথা:২০১৫
(৪)বিজয়া:২০১৬
(৫)বহ্নিশিখা সম্মান:২০১৭
(৬)কথাশিল্প(পশ্চিমবঙ্গ):২০১৭
(৭)সৃষ্টিলোক:২০১৭
(৮)ক্রিয়েটিভ :২০১২
(৯)ষষ্ট উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মেলন(আসাম):২০১৬
(১০)বিশ্ব কবিমঞ্চ, আগরতলা শাখা সম্মান:২০১৭
(১১)সমভূমি সাহিত্য সম্মানঃ২০১৮
(১২)উত্তরবঙ্গ সাহিত্য সম্মান(পশ্চিমবঙ্গ) :২০১৮
(১৩)শব্দকোষ সাহিত্য সম্মান:২০১৮
(১৪)মণিহার সাহিত্য সম্মান:২০১৯
(১৫)উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মান(আসাম):২০১৯
(১৬)আন্তর্জাতিক ভাষাচর্চা সম্মান(আাসাম):২০১৯
(১৭)আন্তর্জাতিক মাতৃভাষা সম্মান(আসাম):২০১৯
(১৮)মাতৃভাষা সম্মান স্মারক (উদারবন্দ,আসাম):২০১৯
(১৯)বিশ্বনাথ দে স্মৃতি সাহিত্য পুরস্কার(সুতপা,ঝাড়খণ্ড):২০১৯
বাংলাদেশে সম্মান ও পুরস্কার
(১)বিশ্ব কবিমঞ্চ একুশে পদক:২০১৬
(২)কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতি পুরস্কার :২০১৬
(৩)বাংলাদেশ বুকক্লাব সম্মান:২০১৭
(৪)দক্ষিণ এশিয়া সাহিত্য সম্মান :২০১৭
(৫)বজ্রকথা সাহিত্য সম্নান:২০১৭
(৬)চট্রগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র সম্মানঃ২০১৭
(৭)সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়ি সাহিত্য সম্মান:২০১৭
(৮)কন্ঠসাধন সম্মান:২০১৮
(৯) বরমা বৈশাখী মেলা সম্মান:১৪২৪
(১০)উষসী সাহিত্য -সংস্কৃতি পর্ষদ সম্মান :২০১৮
(১১)সিলেট বইমেলা অতিথি সম্মান :২০১৯
(১২)জয়বাংলা ইয়থ এয়ার্ড:২০১৯
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন