মৃদুল শ্রীমানী : রুদ্রাসাগর কুন্ডু



মৃদুল শ্রীমানী : রুদ্রাসাগর কুন্ডু

মৃদুল শ্রীমানী : রুদ্রাসাগর কুন্ডু

 মৃদুল শ্রীমানীর জন্ম ১৯৬৭ সালে। বরানগরে। বর্তমানে দার্জিলিং জেলার মিরিক মহকুমার উপশাসক পদে আসীন। চাকরিসূত্রে ও দৈনন্দিন কাজের অভিজ্ঞতায় মধ্যবৃত্ত ও নিম্ন মধ্যবৃত্ত মানুষের সমস্যা সমাধানে সোচ্ছার লেখালেখি করেন। জমি সংক্রান্ত সমস্যা সমাধানের বই লিখে খুব জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সাহিত্যের বিভিন্ন শাখায় শক্তিশালী প্রতিভার খোঁজ পাই তার লেখনীতে।  

ক -জমি জরিপ, কি দেখে জমি বাড়ি কিনবেন, ফ্ল্যাট ও বাড়ি, তথ্য জানার অধিকার। 

খ - মানুষের বাঁচার অধিকার সংক্রান্ত-মেয়েদের আইন 

গ- রবীন্দ্র চর্চা সংক্রান্ত - একটি পল্লবিত জীবন, রক্তকরবী : নন্দিনী খোঁজে, কবি এক জাগে।

ঘ - অনুবাদ সাহিত্য - প্রেমের গল্প : ও হেনরী, জর্জ অরওয়েলের এনিম্যাল ফার্ম, হেলেন কেলারের আত্মজীবনী অবলম্বনে -  আমি হার মানি না 

ঙ - মৌলিক সংকলন - পরী কথা, দধীচির গান, নিমফুলের মধু, আমাদের সুন্দর পৃথিবী।  


 

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.