![]() |
সৈয়দ মাজহারুল পারভেজ |
আন্তর্জাতিক কবি, কথাসাহিত্যিক, শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক, সাহিত্য সংগঠক ক্রীড়ালেখক, ও বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজ। বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ছাড়াও লেখেন আমেরিকা, কানাডা, ঝাড়খন্ড, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরার বিভিন্ন সাহিত্য পত্রিকায়। লেখেন উপন্যাস, ছোটগল্প, বড় গল্প, কিশোর গল্প-উপন্যাস, কবিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক, শিশুতোষ ও ক্রীড়া বিষয়ক বই। বলা যায়, এক সব্যসাচী লেখক। অনুবাদ ও সম্পাদনায়ও সমান পারদর্শী। অনুবাদ ও সম্পাদনা করেছেন পৃথিবীর সেরা কবিদের কবিতা। বলা যায়, সাহিত্যের সকল শাখায় এই কবি ও লেখকের সমান বিচরণ। ১৯৯১ সালে এক সাথে ৬ খানা বই প্রকাশের মধ্যে দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ।এরই নাম প্রেম তার প্রথম প্রকাশিত উপন্যাস, রংনাম্বার প্রথম গল্পগ্রন্থ। লেখালেখির তিন দশকে এ লেখকের বাংলাদেশ ও ভারত থেকে প্রকাশিত হয়েছে দু’শতাধিক সৃজনশীল বই এবং সহস্রাধিক সাহিত্য, ক্রীড়া ও অন্যান্য বিষয়ক সন্দর্ভ-নিবন্ধ। পত্র-পত্রিকায় লিখছেন ১৯৮৯ সালের শেষ দিক থেকে। যদিও লেখালেখির শুরুটা আরো অনেক আগে। ছেলেবেলা থেকেই। ১৯৯০ সালের ১ জানুয়ারি দৈনিক ইত্তেফাকে সৈয়দ মাজহারুল পারভেজ’র প্রথম লেখা ছাপা হয়। এরপর তাবৎ শীর্ষ দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকায় লিখেছেন এবং লিখছেন নিয়মিত।
জন্ম ও বেড়ে ওঠা : ১৯৬২ সালের ২২ সেপ্টেম্বর মাগুরা জেলার পুখরিয়া গ্রামের সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্ম লেখক সৈয়দ মাজহারুল পারভেজ’র। পিতা মরহুম সৈয়দ হাসান আলী, মা মরহুমা আয়েশা হাসান। ৯ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনার সূচনা। এরপর আলোকদিয়া পুখরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে মাধ্যমিক, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকায় স্নাতক ও স্নাতকোত্তর করেন। ১৯৯৫ সালে বিয়ে করেন। স্ত্রী অধ্যাপক শাহানা পারভীন লাভলী। সৈয়দা আয়েশা শাহরিনা ঋদ্ধি ও সৈয়দা আয়েশা শাহরিনা ঋদ্ধিকে নিয়ে ঢাকার মিরপুরে বসবাস।
সাংগঠনিক কর্মকাণ্ড : ১৯৯৫ সালে সৈয়দ মাজহারুল পারভেজ এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লেখক পরিষদ। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ২০১৫ সাল থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এ ছাড়াও পুখরিয়া সবুজ সংঘ ও আলেঅকদিয়া (মাগুরা) মিউজিক ক্লাবের সভাপতি, শিশু সংগঠন আবাবিল এর সহ-সভাপতি ছাড়াও আরো অনেক সাহিত্য সংগঠনের সদস্য ও উপদেষ্টা হিসেবে আছেন।
পুরস্কার ও সম্মাননা: ২০০৪ সালে আলোকদিয়া অমরেশ বসু কলেজের প্রাক্তন ছাত্র পুনর্মিলনীতে তাঁকে সম্মাননা দেয়া হয়। ২০১৪ সালে পেয়েছেন ভারতের পশ্চিম বাংলার ইতিকথা সাহিত্য সম্মাননা। একই বছর বাংলাদেশ ক্রীড়লেখক সমিতি আয়োজিত এআইপিএস (ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস এ্যাসেসিয়েশন)-ডে সম্মাননায় ভুষিত হন। ২০১৫ সালে পান বাংলাদেশ কবি সভা (বাকস) সম্মাননা, বাংলাদেশ কবি সভা চট্টগ্রাম জেলা শাখা সম্মাননা, রাজশাহীর মণ্ডল ক্লাব সম্মাননা, পশ্চিম বাংলার ফাল্গুন সাহিত্য সম্মান, ২০১৬ সালে পান অনুশীলন সাহিত্য পরিষদ সম্মাননা, সাহিত্যালাপ সাহিত্য পরিষদ সম্মাননা, সোনার বাংলা সাহিত্য পুরস্কার, বিদ্যাপীঠ সাহিত্য পরিষদ সম্মাননা, বাংলাদেশ কবি-লেখক ফোরাম সম্মননা, রাজশাহীর মনিরুল ইসলাম আলমগীর ক্রীড়া পাঠাগার সম্মননা, ২০১৭ সালে কলকাতায় ভারত-বাংলাদেশ মৈত্রী সাহিত্য উৎসবে আজীবন সম্মাননা, উদার আকাশ সম্মাননাসহ পেয়েছেন আরো অনেক সাহিত্য পুরস্কার, সম্মাননা ও সংবর্ধনা।
প্রকাশিত বই : বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে এই লেখকের প্রকাশিত বই তিন শতাধিক।
এক নজরে
সৈয়দ মাজহারুল পারভেজ
১. নাম : সৈয়দ মাজহারুল পারভেজ
২. নাম : Syed Mazharul Parvez.
৩. ডাক নাম (যদি থাকে) :
৪. জন্মতারিখ, সাল ও জন্মস্থান : ২২ সেপ্টেম্বর ১৯৬২, পুখরিয়া, মাগুরা
৫. পৈতৃক নিবাস : গ্রাম : পুখরিয়া, পোস্ট : আলোকদিয়া বাজার, উপজেলা ও জেলা : মাগুরা
৬. মাতুলালয় : লাহুড়িয়া, থানা : লোহাগড়া, জেলা : নড়াইল
৭. বর্তমান ও স্থায়ী ঠিকানা : ৪৩৩, সেনপাড়া পর্বতা, পোস্ট : মিরপুর, থানা : কাফরুল, জেলা :
ঢাকা
৮. পিতার নাম : সৈয়দ হাসান আলি
৯. মাতার নাম : সৈয়দা আয়েশা হাসান
১০. স্ত্রীর নাম (বিয়ের তারিখ ও সালসহ) : অধ্যাপক শাহানা পারভীন লাভলী বিয়ে : ১০ আগস্ট
১৯৯৫
১১. বড় ও ছোট কয় ভাই-বোন : ৯ ভাইবোনের মধ্যে সবার ছোট বা ৯ম
১২. কয় ছেলে-মেয়ে (নাম ও জন্ম তারিখ-সালসহ) : দুই মেয়ে। বড় মেয়ে সৈয়দা আয়েশা
শাহরিনা বিনতে পারভেজ (ঋদ্ধি) জন্ম ২১ নভেম্বর ১৯৯৮ ও ছোট মেয়ে সৈয়দা আয়েশা তারান্নুম
বিনতে পারভেজ (ঋতি) জন্ম ২ র্মাচ ২০০৩
১৩. শিক্ষা : স্নাতকোত্তর
১৪. পেশা : সাহিত্যচর্চা
১৫. সম্পাদিত পত্রিকা : সম্পাদক, পঙক্তি (পঙ্ক্তি)
১৬. লেখার বিষয় : উপন্যাস, গল্প, কবিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক, শিশুতোষ ও কিশোর গল্প-উপন্যাস, অনুবাদ, সম্পাদনা ও অন্যান্য
১৭. প্রকাশিত গ্রন্থ : বাংলাদেশ ও ভারতে প্রকাশিত বই সংখ্যা দুই শতাধিক।(বইয়ের তালিকা নিচে দেখুন)
১৭. প্রকাশিত গ্রন্থ : বাংলাদেশ ও ভারতে প্রকাশিত বই সংখ্যা তিন শতাধিক।
১৮. অন্যান্য সাংস্কৃতিক কর্মকা- ও অবদান : সভাপতি, বাংলাদেশ লেখক পরিষদ, সভাপতি, মিউজিক ক্লাব, আলোকদিয়া, মাগুরা, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন এবং অগণিত সাহিত্য সংগঠনের উপদেষ্টা
১৯. উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা : ২০১৪ সালে আলোকদিয়া অমরেশ বসু কলেজের প্রাক্তন ছাত্রদের দেয়া সম্মাননা, ২০১৪ সালে বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন কর্তৃক এআইডিএস-ডে সম্মাননা, ২০১৪ সালে কলকাতার ইতিকথা পুরস্কার, ২০১৫ সালে বাংলাদেশ কবি সভা সম্মাননা, রাজশাহীর ম-ল স্পোর্টিং ক্লাব সম্মাননা, ২০১৬ সালে সোনার বাংলা সাহিত্য পুরস্কার, পশ্চিম বাংলার ফাল্গুন পত্রিকা ও সাহিত্য সাধনা পত্রিকা সম্মান, রাজশাহীর শেখ মনিরুল ইসলাম ক্রীড়া পাঠাগার সম্মাননা, অনুশীলন সাহিত্য পরিষদ বিশেষ সম্মাননা, ২০১৭ সালে সাহিত্যালাপ সাহিত্য পরিষদ সম্মাননা, বাংলাদেশ লেখক পরিষদ সম্মাননা, কলকাতায় ভারত-বাংলাদেশ মৈত্রী সাহিত্য উৎসবে আজীবন সম্মাননা, উদার আকাশ সম্মাননাসহ পেয়েছেন আরো অনেক সাহিত্য পুরস্কার, সম্মাননা ও সংবর্ধনা।
২০. ফোন, ইমেইল : +৮৮০১৭১১ ১৫৯ ৪৯৭ syedmazharulparvez@gmail.com
সৈয়দ মাজহারুল পারভেজ -এর বই
উপন্যাস : এরই নাম প্রেম প্রকাশক : সাহিত্যমালা (১৯৯১), হৃদয়ের কথা, প্রকাশক সাহিত্যমালা, (১৯৯২) হৃদয়ের কথা প্রকাশক : সাহিত্যমালা (১৯৯২) ভালোবাসা কারে কয় প্রকাশক : স্বদেশ প্রকাশনী (১৯৯৩), প্রেম নয় ভালোবাসা, প্রকাশক : রশিদ প্রকাশনী (১৯৯৩), ভালোবাসার নিমন্ত্রণ প্রকাশক : রানা বুক সেন্টার, (১৯৯৩), একটু ভালোবাসার জন্যে, প্রকাশক : এশিয়া পাবলিকেন্স (১৯৯৩), তোমার জন্যে ভালোবাসা, প্রকাশক : বিশ্বসাহিত্য ভবন, (১৯৯৪), পিয়া, প্রকাশক: প্রতিশ্রুতি (প্রা.) লি. (১৯৯৪), সুখের ঠিকানা, প্রকাশক : খাজা পাব. হাউস (১৯৯৪), নয় প্রেম নয় ভালোবাসা, প্রকাশক : তরফদার প্রকাশনী (১৯৯৪), সুখের ভালোবাসা প্রকাশক : স্বদেশ প্রকাশনী (১৯৯৪), হৃদয়হীনা, প্রকাশক : বর্তমান সময় (১৯৯৪), শেষ বিকেলে প্রকাশক : অনন্যা ১৯৯৪ ভালোবাসা প্রকাশক : সাদিয়া প্রকাশনী (১৯৯৪), মনের আগুন প্রকাশক : রূপা প্রকাশনী ১৯৯৫ আকাশলীনা প্রকাশক : রানা বুক সেন্টার (১৯৯৫), প্রিয়তমা প্রকাশক : সৃষ্টি প্রকাশনী (১৯৯৩), যদি ভালোবাসা দাও প্রকাশক : সৃষ্টি প্রকাশনী (১৯৯৪), ভালোবাসা ভালো নয় প্রকাশক : রূপা প্রকাশনী (১৯৯৫), তৃতীয় পুরুষ প্রকাশক : সৃষ্টি প্রকাশনী (১৯৯৫), মনের খাঁচায় বন্দি প্রকাশক : সালমা বুক ডিপো (১৯৯৫) প্রেম প্রকাশক : সাদিয়া প্রকাশনী (১৯৯৫), চিঠি প্রকাশক : সাদিয়া প্রকাশনী (১৯৯৫), মনের মতো মন প্রকাশক : সাদিয়া প্রকাশনী ১৯৯৫), মন যারে চায় প্রকাশক : হাফিজ বুক ডিপো (১৯৯৫), লাজুকলতা প্রকাশক : সৃষ্টি প্রকাশনী (১৯৯৬), তবু মনে রেখো প্রকাশক : রাজ্জাকস বুকস (১৯৯৬), সোনালি বিকেল প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০০০), তুমি আমায় ডেকেছিলে প্রকাশক : সূচীপত্র (২০১৪), ভালোবাসা প্রেম নয় প্রকাশক : জিনিয়াস পাব. (২০১৪) দুই প্রেম প্রকাশক : সূচীপত্র (২০১৪), কফি হাউসের আড্ডা প্রকাশক : পার্ল পাবলিকেশন্স (২০১৫) ভালোবাসার তিন দিক (নির্বাচিত ৩টি প্রেমের উপন্যাস) প্রকাশক : আহমদ পাবলিশিং হাউস (২০১৬), ভালোবাসা মন্দবাসা প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৮), ভালোবাসার তিন রঙ (ত্রয়ী উপন্যাস) প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৮) তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ(ত্রিভূজ প্রেমের উপন্যাস) প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৯) লাশ(মুক্তিযুদ্ধের উপন্যাস) প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৯) ভালোবাসা ভালোবাসা (নির্বাচিত ৫টি প্রেমের উপন্যাস) ।
ছোটগল্প : রং নাম্বার প্রকাশক : সাহিত্যমালা (১৯৯১), সিঁড়ি প্রকাশক: রানা বুক সেন্টার (১৯৯৫ ) ভালোবাসা (প্রা:) লি. প্রকাশক : সৃষ্টি প্রকাশনী (১৯৯৭), সৎকার (প্রকাশিতব্য ২০২০)।
কিশোর গল্প-উপন্যাস, ভূত ও মুক্তিযুদ্ধ বিষয়ক : কিপ্টে মামা প্রকাশক : তরফদার প্রকাশনী (১৯৯৩), কিপ্টে মামার বিয়ে প্রকাশক : সালমানী প্রকাশন (১৯৯৮), তিন পাগলের কা- প্রকাশক : ইতি প্রকাশনী (১৯৯৩), বৈজ্ঞানিক ভূত প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০০২), এক কোটি ভূত প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), ভৌতিক চশমা প্রকাশক : গাজী প্রকাশনী (২০১২), মুক্তিযুদ্ধের কিশোর গল্প প্রকাশক : গাজী প্রকাশনী (২০১২), মামাবাড়ির মজার কা- প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১৩), গল্পগুলো মুক্তিযুদ্ধের প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১৪), গণহত্যা ’৭১ প্রকাশক : বঙ্গজ প্রকাশন (২০১৬), এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্বগাথা প্রকাশক : বঙ্গজ প্রকাশন (২০১৬), মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা প্রকাশক : ঝিঙেফুল (২০১৬), একুশের ভাষা শহীদ ও ভাষা সৈনিক প্রকাশক : হাসি প্রকাশনী (২০১৬), বিবিসি’র নির্বাচনে হাজার বছরের শ্রেষ্ঠ ২০ বাঙালি প্রকাশক : বাবুই প্রকাশনী (২০১৭), একাত্তরের শহীদ বুদ্ধিজীবী প্রকাশক : পার্ল পাবলিকেশন্স (২০১৭), ৭ বীরশ্রেষ্ঠর বীরত্বগাথা প্রকাশক : আহমদ পাবলিশিং (২০১৭), বিনোদপুরের যুদ্ধ প্রকাশক : বঙ্গজ প্রকাশন (২০১৭), একুশ থেকে একাত্তর প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৮), একাত্তর প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৮), কিপটে মামা প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৮), গলা কাটা ঘোড়া প্রকাশক : শিশু গ্রন্থ কুটির (২০১৯), মুক্তিযুদ্ধের সূর্যসন্তান প্রকাশক : শিশু গ্রন্থ কুটির (২০১৯), একাত্তরের ভূত প্রকাশক : শিশু গ্রন্থ কুটির (২০১৯), রোড টু বাংলাদেশ (প্রকাশিতব্য ২০২০)।
সম্পাদিত শিশুতোষ ও কিশোর লেখা : কিশোর রামায়ণ কাহিনী প্রকাশক : অ. আ. প্রকাশন (২০০২), গল্পে মোল্লা নাসির প্রকাশক : শিখা প্রকাশনী (২০০২), সেরা ১০০ ঈশপ প্রকাশক : শিখা প্রকাশনী (২০০২), ছোটদের নীতিকথার গল্প প্রকাশক : সূচীপত্র (২০০২), বাংলাদেশের সেরা লোকগল্প প্রকাশক : অ. আ. প্রকাশন (২০০৪), পঁচিশ ভূতের গল্প প্রকাশক : সাহিত্যকথা (২০১০),
মৌলিক কবিতা : নির্বাচিত ১০০ কবিতা প্রকাশক : আলোকবর্তিকা (২০১৫), প্রথম প্রকাশ : অক্টোবর ২০১৫ প্রেম-অপ্রেমের কবিতা প্রকাশক : সাহিত্য কথা (২০১৬), Nostalgic Poem Published by KaliKalom Prokashona. Published on 2017. কালো মেয়ে, তোমার জন্যে ২০১৯।
অনূদিত ও সম্পাদিত কবিতা : মানুষের জন্যে কবিতা (পাবলো নেরুদা, নাজিম হিকমেত, ভ্লাদিমির মায়াকোভস্কি ও অক্টভিও পাজ’র নির্বাচিত খ- কবিতা) প্রকাশক : জোনাকী প্রকাশনী (১৯৯৮), পাবলো নেরুদা’র কবিতা প্রকাশক: জোনাকী প্রকাশনী (১৯৯৮), শ্রেষ্ঠ প্রেমের কবিতা (ওমর খৈয়াম, শেখ সাদী, হাফিজ ও মির্জা গালিব’র নির্বাচিত খন্ড কবিতা) প্রকাশক : জোনাকী প্রকাশনী (১৯৯৮), দ্রোহে ভালোবাসায় (শার্ল বোদলেয়ার, গর্সিয়া লোরকা, চেসোয়াভ মিউসও কৈফি আজমির’র নির্বাচিত খন্ড কবিতা) প্রকাশক : জোনাকী প্রকাশনী (১৯৯৮), শার্ল বোদলেয়ারের’র নির্বাচিত কবিতা প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), গর্সিয়া লোরকা’র নির্বাচিত কবিতা প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), চেসোয়াভ মিউস’র নির্বাচিত কবিতা প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), কৈফি আজমি’র কবিতা প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), চার পৃথিবী (ওমর খৈয়াম, শেখ সাদী, হাফিজ ও মির্জা গালিব’র নির্বাচিত খন্ড কবিতা), প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), শেখ সাদী’র নির্বাচিত কবিতা প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), হাফিজ’র নির্বাচিত কবিতা প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), মির্জা গালিব’র নির্বাচিত কবিতা প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), স্বদেশপ্রেম (মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, ফররুখ আহমদ ও সুকান্ত ভট্টাচার্য’র নির্বাচিত খন্ড কবিতা) প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), মধুসূদন দত্ত’র নির্বাচিত কবিতা প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), জীবনানন্দ দাশ’র নির্বাচিত কবিতা প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), ফররুখ আহমদ’র নির্বাচিত কবিতা প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), সুকান্ত ভট্টাচার্য’র নির্বাচিত কবিতা প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১২), মরূদ্যানে পাঁচ ফুল (ভারতের ইতিকথা পুরস্কারপ্রাপ্ত) প্রকাশক : পার্ল পাবলিকেশন্স (২০১৩), নোবেল বিজয়ী পাাঁচ কবির নির্বাচিত ১০০ কবিতা প্রকাশক : কালিকলম প্রকাশনা (২০১৫), নোবেল বিজিত পাঁচ কবির নির্বাচিত ১০০ কবিতা প্রকাশক : কালিকলম প্রকাশনা (২০১৬), রবীন্দ্রনাথ ঠাকুরের’র ছোটদের ১০০ কবিতা প্রকাশক : রিদম প্রকাশনা সংস্থা (২০১৭), বাংলা সাহিত্যে কবি ও কবিতা (বাংলা সাহিত্যের নির্বাচিত ২০০ কবির জীবনী, ছবি ও ১টি করে নির্বাচিত) প্রকাশক : অন্যধারা প্রকাশন (২০১৫), একমোড়কে রবীন্দ্রনাথ (রবীন্দ্রনাথের নির্বাচিত ১০০ কবিতা, ১০টি গল্প, ১টি উপন্যাস, ১০০ গান, ১টি নাটক, ১টি গীতি ও নৃত্যনাট্য এবং কবির আঁকা ছবি সম্বলিত) প্রকাশক : হাসি প্রকাশনী (২০১৫), বাংলাসাহিত্যের নির্বাচিত ১০০ প্রেমের কবিতা প্রকাশক : শিখা প্রকাশনী (২০১৬), কিশোর আবৃত্তিকোষ প্রকাশক : কালিকলম প্রকাশনা (২০১৬), নস্টালজিক পোয়েম (সৈয়দ মাজহারুল পারভেজ’র কবিতার ইংরেজি অনুবাদ) প্রকাশক : কালিকলম প্রকাশনা (২০১৭), শিশুতোষ আবৃত্তিকোষ প্রকাশক : কালিকলম প্রকাশনা (২০১৭), পূর্ব পশ্চিম (কবি শক্তি চট্টোপাধ্যায়, শামসুর রাহমান, সুভাষ মুখোপাধ্যায় ও সুফিয়া কামাল’র নির্বাচিত খ- কবিতা) (২০১৮), এপার ওপার (সুনীল গঙ্গোপাধ্যায়, আল মাহমুদ, রফিক আজাদ ও জয়-র নির্বাচিত খন্ড কবিতা), ছোটদের আবৃত্তির নির্বাচিত ১০০০ কবিতা (২০১৮),দুই বাংলার ২০০ প্রেমের কবিতা (২০১২), নির্বাচিত ১০০ মুক্তিযুদ্ধের কবিতা প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৮), নির্বাচিত ১০০ একুশের কবিতা প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৮), হাজার বছরের হাজার কবির ১০০০ কবিতা (প্রথম খণ্ড) প্রকাশক : জোনাকী প্রকাশনী (২০১৮)। হাজার বছরের হাজার কবির ১০০০ কবিতা (দ্বিতীয় খণ্ড) প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৯)
খেলাধুলার বই : খেলাধুলার আইন-কানুন প্রকাশক : সাহিত্যমালা (১৯৯২), খেলাধুলার আইন-কানুন (সম্পাদিত) প্রকাশক : কাকলী প্রকাশনী (১৯৯৪), খেলাধুলার আইন প্রকাশক : হাতেখড়ি (২০১৫), ফুটবলের আইন প্রকাশক : সাহিত্যমালা (১৯৯২), বিশ্বকাপ ফুটবল প্রকাশক : তরফদার প্রকাশনী (১৯৯২), ফুটবলের মহানায়কেরা প্রকাশক : রানা বুক সেন্টার (১৯৯৩), ফুটবল খেলার আইন-কানুন প্রকাশক : অনন্যা (২০১৫), বিশ্বকাপ ফুটবলের এ টু জেড প্রকাশক : গাজী প্রকাশনী (২০১৪), ফুটবল ক্যুইজ প্রকাশক : শব্দশিল্প (২০১৪), ক্রিকেট খেলা প্রকাশক : অবধূত বইঘর (১৯৯১), ক্রিকেট খেলার আইন প্রকাশক : সাহিত্যমালা (১৯৯২), ক্রিকেট রেকর্ডস প্রকাশক : সুবর্ণ বইঘর (১৯৯২), ক্রিকেট খেলা শিখতে হলে প্রকাশক : তরফদার প্রকাশনী (১৯৯৩), ক্রকেটের ইতিবৃত্ত প্রকাশক : সাহিত্যমালা (১৯৯৩), ক্রিকেট খেলার আইন-কানুন প্রকাশক : অনন্যা (১৯৯৪), ক্রিকেট খেলা কত সহজ প্রকাশক : বোস ব্রাদার্স (১৯৯৭), বিশ্বকাপ ক্রিকেট প্রকাশক : অনুভব প্রকাশন (১৯৯৬), লর্ডস টু মেলবোর্ন বিশ্বকাপ ক্রিকেট প্রকাশক : শব্দশিল্প (১৯৯৫), বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রকাশক : বোস ব্রাদার্স (১৯৯৮), বাংলাদেশের ক্রিকেট প্রকাশক : রানা বুক সেন্টার (১৯৯৪), বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রকাশক : বোস ব্রাদার্স (১৯৯৮), ক্রিকেট কুইজ প্রকাশক : শিখা প্রকাশনী (২০০২), ছোটদের ক্রিকেটের আইন প্রকাশক : বোস ব্রাদার্স (১৯৯৮), মজার খেলা ক্রিকেট প্রকাশক : ঝিঙেফুল (২০১১), ক্রিকেটের এ টু জেড প্রকাশক : গাজী প্রকাশনী (২০১৪), বিশ্বকাপ ক্রিকেটের এ টু জেড প্রকাশক : গাজী প্রকাশনী (২০১৫), হকি খেলার আইন প্রকাশক : আর্শীবাদ প্রকাশনী (১৯৯২), ভলিবল ও হ্যান্ডবল খেলার আইন প্রকাশক : আর্শীবাদ প্রকাশনী (১৯৯২), বাংলাদেশের গ্রামীণ খেলা প্রকাশক : অবধূত বইঘর (১৯৯২), গ্রামবাংলার খেলাধুলা প্রকাশক : সূচীপত্র (১৯৯৭), স্বাস্থ্য বিষয়ক বই : ব্যায়াম করুন সুন্থ থাকুন প্রকাশক : শিখা প্রকাশনী (১৯৯৮), স্বাস্থ্য বিষয়ক বই : যোগ ব্যায়াম সুন্থ দেহ সুন্দর জীবন সৈয়দ মাজহারুল পারভেজ ও অধ্যাপক শাহানা পারভীন প্রকাশক : গাজী প্রকাশনী (২০১৩) স্পোর্টস গাইড প্রকাশক : গাজী প্রকাশন (২০১৭) ফুটবল ক্যুইজ প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৮) ক্রিকেট ক্যুইজ প্রকাশক : গ্রন্থ কুটির (২০১৮) ছোটদের খেলাধুলার আইন (প্রকাশিতব্য ২০২০) মুক্তিযুদ্ধের খেলোয়াড়েরা (প্রকাশিতব্য ২০২০),
আত্মজীবনী : দীপ্তিময় ব্যাপ্তি (২০১৬)
ভারতে প্রকাশিত বই : খেলাধুলার আইন-কানুন প্রকাশক : বিভি পাবলিশার্স কলেজ স্ট্রিট, কলকাতা (১৯৯৬), খেলাধুলার আইন-কানুন (সম্পাদিত) প্রকাশক : কামিনী প্রকাশালয় কলেজ স্ট্রিট, কলকাতা (১৯৯৭), লাশ প্রকাশক : বিভি পাবলিশার্স কলেজ
স্ট্রিট, কলকাতা (১৯৯৪), ভালোবাসা কারে কয় প্রকাশক : কামিনী প্রকাশালয় কলেজ স্ট্রিট, কলকাতা (১৯৯৬), হৃদয়ের কথা প্রকাশক: উজ্জ¦ল সাহিত্য মন্দির (১৯৯৪), মন ভালো নেই প্রকাশক : কামিনী প্রকাশালয় কলেজ স্ট্রিট, কলকাতা (১৯৯৬), এরই নাম প্রেম প্রকাশক : বসাক বুক স্টোর, কলকাতা ১৯৯৯), একটু ভালোবাসার জন্যে প্রকাশক : বসাক বুক স্টোর কলকাতা (১৯৯৯) ভালোবাসার নিমন্ত্রণ প্রকাশক : কামিনী প্রকাশালয় (১৯৯৬) পিয়া প্রকাশক : কামিনী প্রকাশালয় (১৪২২) মন নিয়ে খেলা প্রকাশক : কামিনী প্রকাশালয় (১৪১১) মনের মানুষ প্রকাশক : কামিনী প্রকাশালয় (১৪১১), মন যারে চায় প্রকাশক : কামিনী প্রকাশালয় (১৪১১) প্রেম নয় ভালোবাসা প্রকাশক : কামিনী প্রকাশালয় ২০০৩ ভালোবাসা প্রেম নয় প্রকাশক : কামিনী প্রকাশালয় প্রথম প্রকাশ : ১ বৈশাখ ১৪২২, নোবেল বিজয়ী ৫ কবির ১০০ কবিতা প্রকাশক : মৌমিতা প্রকাশনী আগরতলা, ত্রিপুরা (২০১৯)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন