দেবাশিস দে : রুদ্রসাগর কুন্ডু

দেবাশিস দে
দেবাশিস দে 

মূলত গল্পলেখক। পিতা - শিশু সাহিত্যিক স্বর্গত ড. প্রভাস রঞ্জন দে’র দৌলতে ছোটবেলা থেকে সাহিত্যের পরিবেশে বড় হয়ে ওঠা। পেয়েছেন স্বনামধন্যে সাহিত্যিক দের সাহচর্য। তবে কোনদিন  গল্পকার হবেন এটা ভাবেননি। স্কুল পত্রিকায় একটি কবিতা লিখে আত্মপ্রকাশ। তারপর মাঝে মাঝে কবিতা লেখা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষা দিয়ে হঠাৎ ইচ্ছা হয় ‘প্রয়াস’ নামের দেওয়াল পত্রিকা  প্রকাশ ও সম্পাদনার। সেই সূত্রে ঠিকমত লেখা লেখির চর্চা। এক বছর দেওয়াল পত্রিকা প্রকাশের পর ‘প্রয়াস’ মুদ্রণে প্রকাশ হতে থাকে। আসতে আসতে সেই পত্রিকা ছড়িয়ে পরে পশ্চিম বঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায়। এতে লিখতে থাকেন স্বনাম ধন্য লেখকজন। এর পর প্রয়াস – এ বিরতি টেনে নব কলেবরে ‘এই সরশুনা’ নামে পত্রিকা প্রকাশ। এখানেই নিয়মিত ভাবে তাঁর গল্প প্রকাশ হতে থাকে তাঁর। লেখালেখির অনুপ্রেরণা ও সহযোগিতা পান মাতা ছন্দা দে ছাড়া শুভানুধ্যায়ী সাহিত্যিক গনের। এর বেশ কয়েক বছর পর দেবাশিস আমন্ত্রণ পান সাহিত্য পত্রিকা ‘আসরপত্র’তে সহ-সম্পাদক  হবার এবং বিজ্ঞানে প্রথম বাংলা ই-ম্যাগ ‘সাইন্টিফিলিয়া ডট কম’ পত্রিকার সহ-সম্পাদক হবার। এখনও এই দুটি পত্রিকার কাজ চালিয়ে যাচ্ছেন সমতালে। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় গল্প লেখা ছাড়া  বিজ্ঞানে ‘শান্তিস্বরুপ ভাটনাগর’ পাওয়া বৈজ্ঞানিকদের ইন্টারভিউ প্রকাশ হতে থাকে সাইন্টিফিলিয়া ডট কমে এ। 

লেখার জন্য ‘সাহিত্য রত্ন সম্মান-২০০৯’, ‘নির্মল কৃষ্ণ মুখার্জী স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি’, ’ছোট পত্রিকা সমন্বয় সমিতি স্মারক’, ‘অশনি সংকেত স্মারক’ পুরস্কার, ‘আত্মদ্রোহ সাহিত্য কৃতি সম্মান ২০১৬’, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কমপেন্ডিয়াম, নিউ দিল্লী থেকে ’লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার বিজেতা। সারা বাংলা ছোট গল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী। 

২০১৪ সালে অভিযান প্রকাশনী থেকে স্বপ্নময় চক্রবর্তী ও গায়ক, লেখক পল্লব কীর্তনিয়ার হাতে প্রকাশ হয় গল্প গ্রন্থ ‘বিচ্ছিন্ন দ্বীপের ক্যানভাস’ ।  ২০১৬ সালে আত্মদ্রোহ প্রকাশনী থেকে ভাষাবিদ পবিত্র সরকার ও লিটল ম্যাগাজিন লাইব্রেরী সম্পাদক সন্দীপ দত্তের হাতে প্রকাশ হয় কবিতা সংকলন ‘এবং তুমি ও সবুজ স্বপ্নরা’।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.