রুদ্রসাগর কুন্ডু |
পুকুর চুরি : রুদ্রসাগর কুন্ডু
আমি তোমার শ্রবণপথে গুঁজে দিয়েছি মুদ্রাস্ফিতি
ইউনিভার্স, পেনসিল, বল্গাহরিণ।
নিজের মুখে গুঁজলাম বল্লালসেনের ইতিহাস
পলাশপুরের জিন্স পরা মেয়েটির সুদৃশ্য নাভি
মেদহীন মসৃন পেট, কার্লমার্ক্সের কবিতা এবং
এলজোলাম নামের ঘুমের বড়ি
এইটুকু লিখে মাঝরাতে একটি রুটির দোকানে ঢুকে
রুটি বানানোর মেয়েটিকে বৃষ্টি মনে হলো
ছুঁতে গিয়ে দেখি
আমার আগে অসংখ্য মানুষ ন্যাংটো হয়ে
লাইনে দাঁড়িয়ে আছে।
একটা ডিমের দোকানে উঁকি দিতেই রোদচশমা চোখে
একটি মেয়ে সামনে এসে দাঁড়াল।
আমি তার চুলেগুঁজে দিলাম মতিভ্রম, দার্শনিক ষড়যন্ত্র
দামি সুগন্ধি আর ঈর্ষার সুন্দর আলোকোজ্জ্বল
ইত্যাদি ইত্যাদি।
মেয়েটি নেলসন ম্যান্ডেলার ফোন নাম্বার চাইলে
আমি প্রসঙ্গ বদলাই।
গ্লাসনস্ত আর পেরস্ত্রোইকা আমার হাতে ধরিয়ে দিয়ে
মেয়েটি বলল,' আমি বৃষ্টি নই, বর্গক্ষেত্র -নকশা-বিন্দুও না;
আমি হচ্ছি পুকুর, চুরি করতে পারবেন না মশাই!'
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন