জন্মদাগ
বাবলি সূত্রধর সাহা
অসংখ্য জন্মদাগ সাজিয়ে
বেঁচে বর্তে আছি,
কেন! কারণটা তুমি জান
অপরিসীম যন্ত্রনা বুকে লুকিয়ে
কেমন উল্লাসে যাপন করছি
বেঁচে থাকা! তাও তুমি জান,
অনিবার্য প্রত্যাঘাত জেনেও
রোজ আগুনে সংক্রামিত হই;
উদ্দেশ্য থেকে জীবনকে সরিয়েও
সংগোপনে চলে যাই নদীগন্ধে।
এরপর জল আর স্রোত
অথবা বিষাদ আর প্রেম।
যদিও অগনিত জন্মদাগ নিয়েই
দিব্যি বেঁচে আছি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন