শ্রেষ্ঠঅতীত
পৌলমী গঙ্গোপাধ্যায়
সেইদিনগুলি যেন সোনার মোড়কে আজও
মনের মণিকোঠায় হয়ে আছে বন্দী,
সোনালি বিকেল, পড়তে বসার সন্ধ্যেগুলো
যেন করেছিল হারিয়ে যাওয়ার ফন্দি।
রান্নাবাটি, পুতুল খেলা, লুকোচুরিতে মত্ত
ছিল রবিবারের প্রতিটা সকাল,
মায়ের ডাক কানে এলেই এক ছুটে গিয়ে
খেতাম বসে লুচি-ছোলার ডাল।
পড়া আর খেলার মাঝেই আসত ম ম করা
খাঁসির মাংসের গন্ধ,
দুপুর হতেই খাওয়ার টেবিলে হাজির, খেলা
পড়া সব তখন বন্ধ।
এইভাবেই একদিন স্কুলের পথে গেলাম
শেষবারের মত,
কেঁদেছিলাম খুব, পড়ছিল মনে সেইসব
না জানি স্মৃতি কত!
সেই ছেলেবেলা যেন ফুরিয়ে গেল হটাৎ
করেই, হয়ে গেলাম আমি বড়,
জীবনের হিসেবগুলো হটাৎ করেই যেন
মনে হতে লাগল বেশ বড়সড়ো।
তাই আজ সেই শৈশবের দিনগুলি আমার
প্রতিনিয়ত মনে পড়ে যায় বারে বার,
শ্রেষ্ঠ সময় জীবনের গেছে পেরিয়ে, সেই
ছেলেবেলা তো পাবোনা ফিরে আর।।
তাং ০৯/১১/২০২০
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন