শিরদাঁড়া
সিদ্ধার্থ সিংহ
আঃ, কী ফুরফুরে হাওয়া
মনে হচ্ছে ভেসে যাচ্ছি...
ভেসে যাচ্ছি... ভেসে যাচ্ছি...
তিন রকমের তিনটি মেয়ের সঙ্গে
আমি যে তিনটি প্রেম করতাম,
তার একটি কেটে গেছে কুড়ি বছর আগেই
আজ একসঙ্গে বাকি দুটোরও পরিসমাপ্তি ঘটল।
প্রেম করি মানে আমি আপনাকে ভালবাসি
আর ভালবাসি মানেই
আপনি আমাকে আপনার হাতের পুতুল বানাতে পারেন না,
বলতে পারেন না ওর লেখা বাদ দিন
এর লেখা নিন
তার দিকে একদম তাকাবেন না।
তিন রকমের তিনটি মেয়ের সঙ্গে
আমি যে তিনটি প্রেম করতাম
তার একটি কেটে গেছে কুড়ি বছর আগেই
আজ একসঙ্গে বাকি দুটোরও পরিসমাপ্তি ঘটল।
একটু আপস করলে হয়তো টিকে যেত তিনটেই
জুটে যেত আরও দু'-পাঁচটা
যেতে পারতাম আউট্রাম ঘাট
হর্টিকালচার
ডাকতে পারতাম আমার বাগানবাড়িতেও।
কিন্তু সমস্যা হচ্ছে আমার এই শিরদাঁড়া নিয়ে!
সে কিছুতেই নমনীয় হতে পারে না
ঝুঁকতে পারে না সামান্য একটুও।
তিন রকমের তিনটি মেয়ের সঙ্গে
আমি যে তিনটি প্রেম করতাম
তার একটি কেটে গেছে কুড়ি বছর আগেই
আজ একসঙ্গে বাকি দুটোরও পরিসমাপ্তি ঘটল।
আঃ, কী ফুরফুরে হাওয়া
মনে হচ্ছে ভেসে যাচ্ছি...
ভেসে যাচ্ছি... ভেসে যাচ্ছি...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন