অপমৃত্যু
মুক্তি দাশ
উন্মুক্ত আকাশ মানেই তো
আর অনাবিল সুখ নয়
খোলা আকাশেরও সুখ-দুঃখের
অনেক কাহিনী
অনেক বেদনা
অনেক চাপা-কান্না…
আকাশের গায়ে গা ঠেকিয়ে
যারা পাখির মতো উড়ে বেড়ায়
মেঘের মতো ভেসে বেড়ায়
তাদের পুঞ্জীভূত বেদনাগুলো
বৃষ্টি হয়ে মাটিতে একবার
ঝরে পড়তে পারলেই
ভুঁইচাপা ফুল!
আর বৃষ্টির যে ফোঁটাগুলো
আছড়ে পড়ে ছাতার গায়ে
মেঘ কি রাখে সেইসব
অপমৃত্যুর খবর?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন