ঝরা পাতার ক্রন্দন : কামরুন নাহার কনা


ঝরা পাতার ক্রন্দন 
 
কামরুন নাহার কনা


সন্তর্পণে ঘরের কপাট খুলে রোয়াকে এসে দাঁড়ালো মিলি।ইতিউতি তাকাতেই তাঁর চোখ গেল নিস্তব্ধ রাতের আকাশে। অবাক চোখে মিলি তাকিয়ে আছে চাঁদের দিকে। চারিপাশের অন্ধকারকে ম্লান করে আপন মহিমায় আলোর ফোয়ারা বইয়ে দিয়েছে একটি চাঁদ।এইরকম একটা চাঁদ তো তার ও হতে পারতো। যে তার জীবনের সব অন্ধকারকে তুচ্ছ করে রঙিন আলোয় ভরিয়ে দিতে পারতো মুহূর্তেই।অথচ,সেই মানুষটি আজ অন্য কারোর। অন্য কারো জীবনের রঙিন সুর!

যে সুরের মূর্ছনা মিলিকে অভিভূত করেনি। যে সুরের রেশ তাঁর হৃদয়কে জাগাতে পারেনি। হ্যাঁ, হৃদয়কে জাগাতেই পারে নি! যদি পারতোই তাহলে তো মিলি কঠিন সিদ্ধান্তের দিকে পা বাড়াতে দ্বিধা করতো না। পরিবারকে সে ভালোবাসে ঠিকই কিন্ত রোহান কে ও তো সে ভালোবাসতো তাঁর  নিজের থেকেও বেশি।তাহলে সঠিক সময়ে কেনও সে সঠিক সিদ্ধান্ত নিতে পারলো না?  পরিবারের সিদ্ধান্তকেই কেনও সে বেদবাক্য ভেবেছিলো?

তবে কি মিলির মনেও লোভ ছিলো। সুখ-স্বাচ্ছন্দ্যের লোভ,আভিজাত্যের লোভ।হ্যাঁ, লোভই ছিলো তাঁর  মনে।  রোহানের তো তখন চাকরি, বাড়ি, গাড়ি, সম্পদ ছিলো না। ছিলো শুধু বুকভরা স্বপ্ন। স্বপ্নবাজ বেকার ছেলেকে মিলি বিয়ে করবে!এমন বোকা তো সে নয়।সে তাঁর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।সে সম্পদশালী জাফরকে বিয়ে করেছে। সুনিশ্চিত, বিলাসিতায় ভরপুর, সমৃদ্ধ জীবনের লোভই কি তাহলে সেদিন তাঁর বুদ্ধি জুগিয়েছিলো?

সে তো অনায়াসেই জাফরের প্রস্তাব ফিরিয়ে দিতে পারতো। তবে কি সেদিন সে সম্পদের মধ্যেই সুখের স্বর্ণালি নীড়কে দেখেছিলো? অথচ,সুখ আর ভালোবাসা নামক বিমূর্ত, আপেক্ষিক ব্যাপারগুলো সুন্দর আর পবিত্র মনেই কেবল বিরাজ করে। যে মন ছিলো রোহানের। মিলির পঙ্কিল মন কখনো সেই ফুলের মত পবিত্র সুন্দর, কাঁচের মত স্বচ্ছ মনের উঠোনেও যেতে পারে নি।

আজ সেই স্বপ্নবাজ বেকার রোহানের সব আছে। চাকরি, বাড়ি, গাড়ি, সুখ,শান্তি, সমৃদ্ধি এমনকি ভালোবাসাও! সময়ের খেলার ক্রীড়নক আজ মিলি। মিলি নামক থার্ডপারসনের কথা হয়তো সে আর ভাবে না। কিন্ত, মিলি তো এখন রোহানের কথা ভেবেই নিশিদিন পার করে। এমন জীবন তো মিলি চায়নি। আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত, স্বপ্নিল যে জীবন সে চেয়েছিলো সেই জীবন তো সে পেয়েওছিলো। কীভাবে যেন সব উলট পালট হয়ে গেছে? আজ মিলি ভাবে সে যা চেয়েছিলো আর যা পেয়েছিলো সৃষ্টকর্তা হয়তো তার কোনটাই চান নি।

প্রকৃতির বিচার হয়তো এমনই হয়।যে সুখের লোভে মিলি একদিন ধরাকে সরা জ্ঞান করেছিলো সেই লোভনীয়, চাকচিক্যময় সুখ তাঁকে উপহার দিয়েছে তিক্ত বিচ্ছেদ আর বিষাদময় যন্ত্রণা!!!


কামরুন নাহার কনা
ছাত্রী
বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.