বিশের বিষ
তিথি সমাজদার
বিশের বিষ ক্রিয়ায় অন্ধকার হচ্ছে চারিদিক
ছায়া হয়ে যাচ্ছে যেন বিলীন,
যে দিকেই দেখি শুধু কালো আর কালো।
ফাইট ,ফাইট! চিৎকার করে বলার মানুষ টি আজ মৌন
ক্ষিদ দার স্বর হয়ে গেছে স্তব্ধ।
কোথায় পাবো সেই ঊদয়ন পন্ডিত কে......
হয়তো সে আজ ও খুঁজছে কোন আলোর পথ?
ফেলুদার কী তবে আর মগজাস্ত্র কাজ করছেনা!
শ্যাম, অপু , অমল, তবে কী জীবন মৃত্যুর শাখা প্রশাখায় জড়িয়ে গেছে।
এ কেমন বিষের অন্ধকারে দিলে ঠেলে
যেখানে শুধু যায় শোনা বুক ভাঙা এক আর্তনাদ
প্রিয় জন হারানোর বেদনাত্মক যন্ত্রনা।
তবে কী এই বিশের ই বিষ চেয়েছিলাম!
যেখানে মৃত্যুর অট্টহাসির রোল গুঞ্জরিত হচ্ছে সদা কানে।
তবে কী বেলা শেষের সেই স্মৃতির এক এক দিন উঠবে সত্যি হয়ে?
নাকি বিশের আলো আঁধারের খেলায় রব সাঁঝবাতির প্রতীক্ষায়।।
তারিখ: ১৬/১১/২০২০
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন