নারী
ঐশ্বর্য্য খাঁ
আমরা নারী সবই পারি
গুণ গুনিয়ে করতে পারি গান,
ভালোবাসায় ভরিয়ে তুলি
এই জগত সংসার,
ভুলে যাই সহজেই সকলের অপমান।
নারীই সেই শক্তি,
যারা জন্ম দিয়েছে
মহান মহান ব্যক্তি।
পুরুষ তার বাহুবলে
করে সব জয়,
নারী ছাড়াও সেই পুরুষের
জন্ম নাহি হয়।
পুরুষতান্ত্রিক সমাজ তবু
পুরুষকে বড় করে,
আর নারীরা পদতলে
দলিত হয়ে মরে।
গোত্র থেকে গোত্রান্তর
এই নারীরাই হয়,
তবুও কেন নারীরাই
সকল দুঃখ সয় !
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন