নিরুত্তর : ছবি ধর


নিরুত্তর

ছবি ধর

পরক্ষণে মনে হয় কি যেনো ভুলে গেছি ---
         কোনখানে কি যে রেখেছি ।
অতল জলে ডুব ডুব সাঁতরেফিরি।
অহেতুক কোন এক অজানা অচেনা গন্তব্যে,
ভুঁইফোড় আগাছা, ভুল করে মাশরুম ভেবে বসি ।
 জাল ধোঁয়া ছেড়ে মাঝি শুধায় খেয়া চাই ?
আমি  কেবলই  নিরুত্তর  থাকি ।
পাটনি চলে যায় উজানে।
 অপরাহ্ন  বিলম্ব এখনও ।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.