নিরুত্তর
ছবি ধর
পরক্ষণে মনে হয় কি যেনো ভুলে গেছি ---
কোনখানে কি যে রেখেছি ।
অতল জলে ডুব ডুব সাঁতরেফিরি।
অহেতুক কোন এক অজানা অচেনা গন্তব্যে,
ভুঁইফোড় আগাছা, ভুল করে মাশরুম ভেবে বসি ।
জাল ধোঁয়া ছেড়ে মাঝি শুধায় খেয়া চাই ?
আমি কেবলই নিরুত্তর থাকি ।
পাটনি চলে যায় উজানে।
অপরাহ্ন বিলম্ব এখনও ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন