ঝরাপাতার কান্না
ওয়াহিদা খাতুন
সবুজের যৌবন ছেড়ে পড়েছি ঝরে,
আবর্জনা-স্তূপে এখন মিলেছে আশ্রয় ;
চন্দ্রালোক খেলেনা নিঃশব্দে থাকি পড়ে,
যৌবন-লাবণ্য নেই আজ পরাশ্রয় ;
সূর্যের আলোয় নাচিনা হয়েছি জীর্ণ--
সুঘ্রাণ নেই--বাতাস আসেনা দোলাতে,
অস্থিসার জালিকাকার জরাতে শীর্ণ--
কুয়াশা ভুলেছে তার পরশ বোলাতে!
বার্ধক্য এসে গেছে কারোর নেই সাড়া--
শিরা-উপশিরায় ধরেছে ঘুণ দেখো;
ঝাড়ুহাতে ব্যস্ত জঞ্জাল ফেলার তাড়া--
কালান্তরে সময়ের নিয়মটা শেখো;
সবকিছু ক্ষণস্থায়ী এটা বুঝে চলো--
রৌদ্রের আড়ালেও মেঘের কথা বলো--!!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন