বিরহের গান :ওয়াহিদা খাতুন

ওয়াহিদা খাতুন

বিরহের গান

ওয়াহিদা খাতুন



আশা ছিলো দুজনাতে---আষাঢ়ের জলে
বাদলের গান হবো, হাতে হাত ধরে,
কতদূরে আছো তুমি, আমি একা ঘরে!
বন্দিনী জীবন নিয়ে করোনা- কবলে,
জমা ব্যথা বুকে নিয়ে মরি গ্যাঁড়াকলে!
ঢেউ নেচে খেলা করে তটিনীর চরে,
রিমিঝিমি বর্ষা গায় বনানীর পরে।
হঠাৎ ধরবে চোখ--- ভালোবাসি বলে!


পথ চেয়ে থাকি বসে আকুল কাতর,
সইতে পারিনা আর বিরহের জ্বালা,
শয়নেস্বপনে করি তোমাকে স্মরণ,
ব্যথা গুলো শুষে হও --- পরশ পাথর!
মুক্ত করে নিয়ে বলো, কবে দেবে মালা!
সব বাধা ফেলে তুমি, করবে বরণ!
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.