অথ লেখক কথা : পিনাকী চৌধুরী

পিনাকী চৌধুরী 

অথ লেখক কথা 

পিনাকী চৌধুরী 

একজন উদীয়মান লেখকের সবথেকে বড় গুণ হল পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান ! দীর্ঘদিন ধরেই লেখক গভীর অভিনিবেশ সহকারে আমাদের যাপিত জীবনের প্রেম অপ্রেম, আনন্দ বিষাদ, ঘটনার ঘনঘটা , সুক্ষাতিসূক্ষ আবেগ অনুভূতি ইত্যাদি তাঁর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করেন ! কিন্তু না ! এখান থেকেই বোধহয় গল্পের শুরু ! ঘরে নুন আনতে পান্তা ফুরোয় লেখকের, ধার দেনায় জেরবার হয়ে সামাজিক অভিসম্পাত লাগে সেই উদীয়মান লেখকের ! অপবাদ আর আর অনুশোচনা যেন লেখককে কুরে কুরে খায় ! 

একের পর এক সামাজিক প্রশ্নবাণে লেখক বিদ্ধ হয়ে থাকেন ! কিন্তু কি আশ্চর্য ! ক্রমাগত আগুনে পুড়ে দগ্ধ হয়ে লেখকের যেন পুনর্জন্ম হয় ! হ্যাঁ, তখনই বোধহয় লেখকের কলম কথা বলতে শুরু করে ! তবে এই প্রসঙ্গে বলি যে, মাটির জলধারণ ক্ষমতার একজন লেখকের দুঃখধারণ ক্ষমতা অ-নে-ক বেশি ! হ্যাঁ, লেখককে অনেক ঘাত প্রতিঘাত, ঝড়ঝাপটা সামলে বিদগ্ধ হতে হয় , মায়ের পেট থেকে পড়েই কেউ লেখক হননা ! কিন্তু তারপর ? ক্ষুরধার লেখনীর দ্বারা তিনি যেন বিশ্ব জয় করতে চান ! ক্রমে ক্রমে পাঠক সংখ্যা বাড়ে সেই লেখকের ! 

লেখকের মন থাকে বাস্তবের রঙচটা রুক্ষ জমিতে, কিন্তু তাঁর মনটা যেন কল্পনার আকাশে ডানা মেলে ! মনের মাধুরী মিশিয়ে তিনি লিখে চলেন, লিখেই চলেন....! তবে কাঠখোট্টা টাইপের লেখা নয়, সাহিত্যসমৃদ্ধ লেখাই কিন্তু পাঠকমহলে সমাদৃত হয়, বিশেষ করে মহিলামহলে সেই লেখকের কদর বাড়ে ! তবে এই একবিংশ শতাব্দীর চরম ব্যস্ততার যুগে লেখকের পাঠক সংখ্যা বাড়াবার অন্যতম হাতিয়ার বিভিন্ন সোশ্যাল সাইটগুলো, যেখানে খুব সুচারুভাবে লেখক নিজেকে বিজ্ঞাপিত করেন ! 

তবে হালফিলের অনেক লেখকই কিন্তু অপর কোনো লেখকের লেখা পড়তে তেমন একটা পছন্দ করেন না ! নিজেকেই সেরার সেরা লেখক হিসেবে গণ্য করেন এবং মনে মনে 'I am the best' বলে মানসিক প্রসন্নতা লাভ করেন ! তবে লাইম লাইটে এলেও একজন লেখককে কিন্তু সেই অর্থে সেলিব্রেটি বলা যায় না !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.