![]() |
মরিয়ম আলম |
জেতার আস্বাদে
মরিয়ম আলম
চারিদিক থমথম পাতারা সব চুপচাপ
দুপুরের তাপদাহে ক্লান্ত পাখিরা ঘর
ফেরা থেকে অনেক দুরে, অন্তর দহনের
গরগরে আঁচে ঝলসানো স্বপ্নরা থমকে যায়,
দিক নির্ণয়ের ভুল-ভ্রান্তি কাটিয়ে
আবার স্বপ্ন দেখবে ওরা---কথা দেয়।
স্মৃতির ফলক গুলি ফিরতি পথের সাক্ষী হয়ে
থেকে যাবে আমরণ কাল অবধি !
বেলাগড়ার সাথে সাথে স্বাভাবিক হয়,
অন্ধকার নেমে আসে নিজের ছন্দে !!
আকাশ নিচে এক মস্ত সংসার
হাসা -- কাঁদা বসে থাকা শুয়ে থাকা
ওইটুকু বৃত্তের মধ্যেই --- আমার বেঁচে থাকা।
মুক্ত সামিয়ানার খোলা চোখ ---
আকাশ মাপি এক বুক সাহস জোগাড় করে !!
হঠাৎ করেই এক তারার পতন ঘটে,
স্মৃতি ভেজা বালিশের পাশে ।
দিদা মারা যাওয়ার পরে মা বলেছিলো
" আকাশের তারা হয়ে গেছে "
তারপর থেকেই আমার তারা দ্যাখা
মাঝে মধ্যেই হাসতো দাঁত চেপে
অবিকল দিদার মতো এক লড়াকু
যোদ্ধার যুদ্ধক্ষেত্র জেতার আস্বাদে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন