জেমারিতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ও মিছিল
বিপ্রদাস মিশ্র # রাজ্য তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সারা রাজ্যে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার জেমারি পঞ্চায়েত এলাকা জুড়ে বিক্ষোভ প্রদর্শন করল জেমারি তৃণমূল কংগ্রেস। এদিন তাঁরা স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে জেমারি গেট থেকে ধুন্দাবাদ পর্যন্ত মিছিল করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। এই কর্মসূচিতে অংশগ্রহন করেন জেমারি তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল দাস, সম্পাদক কাজল গোস্বামী, যুব নেতা সচিন নাগ, রাজেশ বাউরি, পিন্টু বাউরি ছোটন বাদ্যকর, কাজল মন্ডল, সেখ সানাই প্রমুখ।
মিছিলে গ্রামবাসীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। জেমারি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানান, ``সারা বিশ্বে যখন তেলের দাম নিম্নমুখী, তখন আমাদের দেশে লাগাতার তেলের দাম বাড়ছে। আর তেলের দাম বাড়ার ফলে স্বাভাবিক,ভাবেই অন্যান্য জিনিস পত্রের দামও বৃদ্ধি পাচ্ছে। এরফলে সাধারণ মানুষের জীবন অসহ্য হয়ে উঠেছে। তাই আমাদের নেত্রীর নির্দেশে আজ আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।”
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন