চিত্তরঞ্জন বহিরাগতদের নোটিশ, ছাড়তে হবে বসতি, বিরোধ করলেন তৃণমূল
সাগর কুন্ডু # গতকাল রাতে চিত্তরঞ্জন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিত্তরঞ্জন থানায় বিক্ষোভ প্রদর্শন ও পুলিশ প্রশাসনকে ডেপুটেশন দিলেন ব্লক সভাপতি তাপস ব্যানার্জী (ডাবু ) ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। জানা যায়, চিত্তরঞ্জনে বহিরাগত অধিবাসীদের অবিলম্বে বসতি উঠিয়ে চিত্তরঞ্জন এরিয়ার বাইরে যাওয়ার জন্য নোটিশ জারি করেছেন চিত্তরঞ্জনের প্রশাসন। লকডাউন চলাকালীন এমন পরিস্থিতিতে পুরানো বসতি উঠিয়ে নতুন করে বসতি খোঁজা খুবই কঠিন কাজ বা অসম্ভব বলা চলে। এই অবস্থায় থানার মাধ্যমে প্রশাসনের নিকট অর্ডার বাতিলের দাবিতে একটি দরখাস্ত জমা দিলেন তৃণমূল কংগ্রেস।
এই সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস ব্যানার্জী (ডাবু), যুব তৃণমূল সভাপতি শ্যামল গোপ, ছাত্র পরিষদ নেতা মিঠুন মন্ডল, সিমজুরি ভাইস ওয়ার্ডেন উমেশ মন্ডল, দেবব্রত ঘোষ, ধীমান চক্রবর্তী প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন