কাজল মিত্র # ভারতীয় জনতা পাটির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির সালানপুর মণ্ডল (১) ও সালানপুর মণ্ডল (২) পক্ষ থেকে সালানপুর থানায় একটি লিখিত স্বারকলিপি তুলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে সালানপুর ব্লক বিজেপির ব্লক সভাপতি গোপাল রায় বলেন, আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেভাবে আমাদের কর্মী ও নেতাদের রাজ্য শাসক দলের নিয়ন্ত্রণে থাকা কিছু গুন্ডা বাহিনী ও প্রশাসনের কিছু অংশ হেনস্থা ও অকারণে হামলা করছে তার পরিপ্রেক্ষিতে সালানপুর মণ্ডল(১) ও সালানপুর মণ্ডল (২) এর পক্ষ থেকে একটি লিখিত স্বারকলিপি সালানপুর থানার ভারপ্রাপ্ত অফিসের হাতে তুলে দেওয়া হল।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন