জয়েন্ট অ্যাকশন কমিটির ডাকে ৩ দিনের মিশ্র ধর্মঘট সফল


জয়েন্ট অ্যাকশন কমিটির ডাকে ৩ দিনের  মিশ্র ধর্মঘট সফল

সত্যান্বেষী সংবাদ # কাজল মিত্র  # সমগ্র কয়লা খনিগুলিকে বেসরকারী করন করা হবে।  তারই বিরুদ্ধে  বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি ২ জুলাই থেকে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন। বৃহস্পতিবার ধর্মঘটের প্রথম দিন, মোহনপুর, বনজেমারি ও সালানপুরের অন্যান্য কোলিয়ারির ইসিএল কর্মীদের পঞ্চাশ শতাংশ মিশ্র সমর্থন ছিল। যেখানে সমস্ত ট্রেড ইউনিয়ন গুলি এফডি আইয়ের বিরুদ্ধে তারা বিরোধ প্রদর্শন করেছেন। আইএন টিটিইউসি (কেকেএসসি) ওয়ার্কার্ অর্গানাইজেশনের এরিয়া সেক্রেটারি ডি বাবলু পাল বলেন, আমরা এফডিআইয়ের বিরোধীতা করি, কিন্তু আমরা কোনও কাজে বাঁধা না করে প্রতিবাদ করব। অন্যদিকে, সিএমএস (এআইটিইউসি) সংগঠনের সেক্রেটারি শৈলেন্দ্র সিং,এই  বন্ধের সমর্থন করে দাবি করেন, এই বন্ধ কার্যকরি হবে এবং কেন্দ্র সরকারকে মাথা নত করতে হবে।


টিএমসি নেতা এস বি পান্ডে বলেন যে কেবল বন্ধের ফলে আমাদের ক্ষতি হবে, তাই আমরা কলিয়ারি বন্ধ করে  প্রতিবাদ করব না আমরা কালো ব্যাচ পরে এই বেসরকারী করনের বিরোধিতা করছি । ওপর দিকে আইএনটিটি ইউ সি কয়লা খাদান শ্রমিক সংগঠনের নেতা দীনেশ লাল শ্রীবাস্তবও ঠিক একই কথা বলেন আমরাও কেন্দ্র সরকারের এই বেসরকারী করনের বিরোধিতা করি তবে কারখানার কাজ বন্ধ রেখে নয়  কারন মাননীয়া মুখ্যমন্ত্রী বন্ধের বিরোধিতা করে এসেছেন তাই তিনি বন্ধের পথে নয়। সাধারণ গরিব মানুষের স্বার্থে সর্বদাই তিনি রয়েছেন।এদিন এই বিরোধিতায় ট্রেড ইউনিয়ন এর সকল নেতা সহ ইসিএল কর্মীরা উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.