পিঠাইকিয়ারী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক দিবস পালিত
সাগর কুন্ডু # ১ জুলাই, বুধবার @ আজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখা পশ্চিম বর্ধমানের উদ্যোগে পিঠাইকিয়ারী গ্রামীণ হাসপাতালে স্বর্গীয় বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্যেশ্যে চিকিৎসক দিবস-এর সঙ্গে স্বাস্থ্যকর্মী দিবস পালিত হল। সংগঠনের পক্ষ থেকে হাসপাতালের প্রতিটি কর্মী তথা ডাক্তার, নার্স, সাফাইকর্মী, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, সুপারভাইজার, এ.এন.এম, দ্বিতীয় এ.এন.এম, ব্লক আশা ফ্যাসিলেটর ও ড্রাইভারদের সম্বর্ধনা দেওয়া হল।
ফুলের তোড়া ও মিষ্টি সহযোগে এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন, BOMH ডাক্তার সুব্রত সীট। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার আহবায়ক অরিন্দম চ্যাটার্জী, রক্তিম দে, সংহিতা বোস, অসিত কুমার ঘোষ প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন