সাগর কুন্ডু # গতকাল পৌরসভার তত্ত্বাবধানে আসানসোলের মহিশীলার সাদা পুকুর সংলগ্ন পূর্বপাড়া এলাকা ও রেলপাড়ের রূপকথা সিনেমা হল সংলগ্ন এলাকাতে স্যানিটাইজ করা হয়েছে। এদিন পূর্ব পাড়ার বিভিন্ন এলাকায় প্রশাসনের উদ্যোগে স্যানিটাইজ করা হয়। পশ্চিম বর্ধমান জেলায় এখনও পর্যন্ত মোট ৫ টি কনটেনমেন্ট জোন ঘোষণা করা রয়েছে। জেলা প্রশাসনের তরফে এই কনটেন্টমেন্ট-জোনগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
সাবধান!!! আসানসোলের দুটি অঞ্চলে রয়েছে করোনা সংক্রমিত কনটেনমেন্ট জোন
সাগর কুন্ডু # গতকাল পৌরসভার তত্ত্বাবধানে আসানসোলের মহিশীলার সাদা পুকুর সংলগ্ন পূর্বপাড়া এলাকা ও রেলপাড়ের রূপকথা সিনেমা হল সংলগ্ন এলাকাতে স্যানিটাইজ করা হয়েছে। এদিন পূর্ব পাড়ার বিভিন্ন এলাকায় প্রশাসনের উদ্যোগে স্যানিটাইজ করা হয়। পশ্চিম বর্ধমান জেলায় এখনও পর্যন্ত মোট ৫ টি কনটেনমেন্ট জোন ঘোষণা করা রয়েছে। জেলা প্রশাসনের তরফে এই কনটেন্টমেন্ট-জোনগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন