বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে বন দপ্তরের বৃক্ষ বন্টন নান্দনিকে
সাগর কুন্ডু# আজ রূপনারায়ণপুর নান্দনিক কমিউনিটি হলে সালানপুর ব্লকের ১১ টি গ্রামপঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে গাছ রোপনের জন্য প্রায় ১ হাজার নানার ধরণের গাছ তুলে দিলেন বিধান উপাধ্যায়। সারা বিশ্বজুড়ে করোনা প্রভাবের জন্য অন্যান্য জেলার মত পশ্চিম বর্ধমান জেলাতেও গাছ রোপনের জন্য সিদ্ধান্ত নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই প্রকল্পের রূপরেখা বাস্তবায়নের জন্য সালানপুর ব্লক ও বারাবনিতেও বিতরণ করা হল বিভিন্ন প্রকারের গাছ।
বিধান উপাধ্যায় জানান, ``মুখ্যমন্ত্রীর নির্দেশে বন দপ্তর থেকে বারাবনি বিধানসভা অঞ্চলের জন্য প্রায় ১ হাজার গাছ দেয়া হয়। এগুলো যাতে ভালো করে বন্টন হয়, তার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে সমানভাবে দিয়ে দেওয়া হল পঞ্চায়েত প্রধানদের হাতে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন