বিধান উপাধ্যায়ের নির্দেশে দুজন পড়ুয়াকে বই ও ব্যাগ দিলেন ভোলা সিং
সাগর কুন্ডু # বারাবণি বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে আজ সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, আল্লাডি গ্রামের বিপ্লব পাল ( ক্লাস-X ) এবং বিশাল পাল (ক্লাস-Vll) এই দুই ছাএের হাতে ইস্কুলের ব্যাগ ও বই তুলে দিলেন।
ভোলা সিং জানান, মাননীয় বিধান উপাধ্যায়ের নির্দেশে আল্লাডি গ্রামের দুইজন সাধারণ পরিবারের পড়ুয়াকে পাঠ্য বই ও স্কুল ব্যাগ দেয়া হল। ভবিষ্যতে ভালো পড়াশোনা করলে সব রকম সহযোগিতার কথাও বলা হয়েছে বিধানদার পক্ষ থেকে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন