Home
Novel
Slider
বিধান উপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদী মানুষের ভিড়, মোদির বিরুদ্ধে বিক্ষোভে সামিল শ্রমিকেরা
বিধান উপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদী মানুষের ভিড়, মোদির বিরুদ্ধে বিক্ষোভে সামিল শ্রমিকেরা
সাগর কুন্ডু # বিধান উপাধ্যায়ের নেতৃত্বে, কোল ইন্ডিয়া কোম্পানিকে বেসরকারিকরণ ও মজুরদের স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে, আজ সালানপুর এরিয়া কোল অফিসের গেটে ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ও ধর্ণা প্রদর্শিত হল। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতি ও জন বিরোধী নীতির বিরুদ্ধে সারা দেশ জুড়ে বিরোধ ও বিক্ষোভ চলছে। তার-ই ধারাবাহিকতায় আজ পশ্চিম বর্ধমানের সালানপুর কোল এরিয়া অফিসে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচিতে জমায়েত হলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিকেরা।
পশ্চিমবঙ্গের সমস্ত কোলিয়ারি অঞ্চল জুড়ে লাগাতার চলছে এই কর্মসূচি। পেট্রল-ডিজেল তথা রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদেও বিক্ষোভ করচরণ তৃণমূল কংগ্রেস। বারাবানি বিধানসভা অঞ্চল জুড়ে বিধান উপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে এই আন্দোলন ব্যাপক সাড়া ফেলেছে। কোলিয়ারি অধ্যুষিত অঞ্চলের মানুষের বঞ্চনাকে তুলে ধরে বিধান উপাধ্যায় বলেন, ``এখান থেকে শুধু কয়লা নিয়ে গেলেই চলবে না, এখানকার মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে হবে। ''
অনুষ্ঠানে নেতৃত্বের ও শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বারাবানির বিধায়ক বিধান উপাধ্যায় ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, অসিত সিংহ, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, মোঃ আরমান, সাধারণ সম্পাদক ভোলা সিং, এবং বারাবনি বিধানসভা অঞ্চলের সমস্ত জেলা পরিষদ সদস্য, সমিতি সদস্য ও বিভিন্ন পঞ্চায়েতের সদ্যরা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন