কুলটি ব্লকের কোল এরিয়ায় বিক্ষোভ ও ধর্ণা তৃণমূলের শ্রমিক সংগঠনের
সাগর কুন্ডু # আসানসোল, ডিসেরগড় সাঁকতোড়িয়া অঞ্চলে ই সি এলের সদর দফতরের সামনে তৃণমুলের অবস্থান বিক্ষোভ ৷ কেন্দ্র সরকার যেভাবে কোল ইণ্ডিয়াকে বেসরকারিকরণ করতে চলেছে এবং রেল পেট্রল ডিজেল রান্নার গ্যাসের মূল্যের বৃদ্ধি ঘটিয়ে চলেছে, তারই বিরুদ্ধে সরব হয়েছে তৃণমুল ৷ বিগত এক সপ্তাহ ধরেই বিভিন্ন জেলা জুড়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে নানান প্রতিবাদি কর্মসূচি নিয়েছে তৃণমূল ৷ বৃহস্পতিবারেও কোল ব্লকের বেসরকারি করণের প্রতিবাদে পথে নামে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতারা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন