বক্সার পূরবীর বাড়িতে বিধান উপাধ্যায়, দিলেন সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি
সাগর কুন্ডু # পশ্চিম বর্ধমানের সালানপুরের বাসীন্দা জাতীয়স্তরের বক্সার পূরবী কর্মকারের বাড়িতে গিয়ে সাহায্যের হাত বাড়ালেন বারাবনির বিধায়ক, শ্রী বিধান উপাধ্যায়। লকডাউনের ফলে সৃষ্ট আর্থিক সংকট সর্বস্তরের মানুষকে নানাবিধ সমস্যার সম্মুখীন করেছে। এই সময় বারাবনি অঞ্চলের বিধায়ক সজাগ-দৃষ্টির মাধ্যমে পরিষেবা পৌঁছে দিচ্ছেন সর্বস্তরের সাধারণ মানুষকে।
রূপনারায়ণপুর অঞ্চলের মহাবীর কলোনির বাসীন্দা, বক্সার পূরবী পড়াশোনা করেন কলকাতার গড়িয়ায়। চারুচন্দ্র কলেজে। বক্সিংয়ে তিনি রাজ্যস্তরের চ্যাম্পিয়ান। জিতেছেন ১০ টির বেশি পদক। তাঁর বাবা প্রহ্লাদ কর্মকার সাধারণ ব্যবসায়ী। তিনিও একজন বক্সার ছিলেন। বর্তমান সময়ে করোনা পরিস্থিতির কারণে আর্থিক সংকটে পড়েছেন তিনি। ফলে, নিয়মিত অনুশীলনের জন্য পর্যাপ্ত প্রোটিনের যোগান পাওয়া যাচ্ছিল না। সে কারণে প্রাকটিস বন্ধ করে রাখতে বাধ্য হয়েছিলেন পূরবী। একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে, বিধায়ক ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে সঙ্গে নিয়ে পৌঁছে যান পূরবীর বাড়িতে। প্রয়োজনীয় সমস্ত খাবার, কিছু নগদ অর্থ প্রদান করেন তিনি। এবং প্রতিমাসে নিয়মিত কিছু টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন বিধায়ক। এবং যে কোনো সমস্যায় তৃণমূল ব্লক অফিসে ভোলা সিংয়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন।
এ সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের সভাপতি মোঃ আরমান, সাধারণ সম্পাদক ভোলা সিং প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন