বারাবনির বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে মিছিল


বারাবনির বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে মিছিল

সাগর কুন্ডু # দলীয় নির্দেশ অনুযায়ী পেট্রল  ডিজেলের দামবৃদ্ধি ইস্যু, রেল সাবসরকারী-করণ, কয়লা-বেসরকারি করণ সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। 


কেলেজোড়া, দৌমহনী, পাচঁগাছিয়ায় একই যোগে এই মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন বারাবনির বিধায়ক ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.