Home
News
Slider
বারাবনি সালানপুরের প্রতিটি রেলস্টেশনে তৃণমূলের বিক্ষোভ, বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে
বারাবনি এবং সালানপুরের প্রতিটি রেলস্টেশনে তৃণমূলের বিক্ষোভ, বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে
সাগর কুন্ডু # ভারতীয় রেলকে বেসরকারি করণ, পেট্রল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, রাষ্ট্রীয় সিদ্ধান্তে স্বেচ্ছাচারিতা সহ মানবতা বিরোধী সমস্ত কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির ধারাবাহিকতায় বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের নেতৃত্বে গর্জে উঠেছে বারাবনি বিধানসভা অঞ্চল।
গতকাল চিত্তরঞ্জন কারখানার বেসরকারি করণ ঘোষণার প্রতিবাদে ও বহিরাগত বসবাসকারীদের উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে কঠোর জবাব দিলেন বিধান উপাধ্যায়। চিত্তরঞ্জন রেলস্টেশন চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, কোনো মানুষকে উচ্ছেদ করতে চাইলে, তাঁকে আগে পুনর্বাসন দিতে হবে। রেল সম্পর্কে আমাদের নেত্রী মমতা বন্দোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন, আমরা সেইভাবে আন্দোলন করবো।
বক্তব্যের ভিডিও দেখতে ক্লিক করুন Video
চিত্তরঞ্জন রেলস্টেশনের পর তিনি এই অঞ্চলের বিভিন্ন রেল স্টেশন তথা রূপনারায়ণপুর, সালানপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ আরমান, সাধারণ সম্পাদক ভোলা সিং, চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস ব্যানার্জী (ডাবু ), শ্যামল গোপ, মিঠুন মন্ডল প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন