আনলক থ্রি : সুকুমার সরকার

আনলক থ্রি

সুকুমার সরকার

অবশেষে তালা খুলেছি !

তালা খুলতেই দেখি
তালার ছিদ্র থেকে বেরিয়ে আসছে
অসংখ্য কোভিট-19 ভাইরাসের বংশধর
কেউ কেউ আমারই মতো
কেউ কেউ পিতা প্রপিতামহের মতো
কেউ কেউ অচেনা অন্যের মতো ।

সবাই একসঙ্গে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে
আমার খাট-বিছানা, আলমারি
টাকা রাখার সিন্ধুক
সব কিছুর দখলদারি নিয়ে
শূন্যে ঝুলিয়ে রাখল আমাকে !

সেই থেকে শূন্যে ঝুলে আছি আমি
সবাই বলছে, এটা আনলক টু
আনলক থ্রি হলে আর ঝুলতে হবে না
একদম ওপরে পাঠিয়ে দেবো তোমাকে !
*
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.